এনএফবি, বহরমপুরঃ
বহরমপুরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন একজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বহরমপুর থানার চুঁয়াপুর বিদ্যানিকেতন স্কুল মোড় সংলগ্ন এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী এদিন বেলা সাড়ে ১০ টা নাগাদ চুঁয়াপুর তালবাগানপাড়া এলাকার তিন যুবক চুঁয়াপুর পেট্রোল পাম্পে তেল ভরে বিনা হেলমেটে অত্যাধিক দ্রুত গতিতে বাইক চালিয়ে অপর দিক থেকে আসা এক ব্যক্তির বাইকে সজোরে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে অপর দিক থেকে আসা বাইক চালক। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
পরে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে দ্রুতগতিতে আসা তিন বাইক চালক ও বাইক দুটিকে উদ্ধার করে নিয়ে যায়।