দাসপুরে উদ্ধার জোড়া দেহ, এলাকায় চাঞ্চল্য

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার নন্দনপুর ১ গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামের মণ্ডল পরিবারে ঘটে যায় একটি মর্মান্তিক ঘটনা। মঙ্গলবার সকালে শোবার ঘর থেকে স্বামী স্ত্রীর দেহ উদ্ধার হয়।

অস্বাভাবিক এই মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম মোহন মণ্ডল (৫২) ও স্ত্রী রীতা মণ্ডল (৪২)। ছেলে অরূপ মণ্ডল জানান, মুর্শিদাবাদে কাজ করতেন তিনি এবং দুদিন হয়েছে বাড়ি ফিরেছেন। বাবা মায়ের একসাথে এই অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারছেন না সে। সোমবার রাতে একসাথেই খাওয়া দাওয়া করেছিলেন বাবা মায়ের সঙ্গে। নতুন বাড়ি হচ্ছে, সেই বাড়ির ছাদ ঢালাই নিয়ে বাবা মায়ের মধ্যে মাঝে সাঝেই ঝামেলা হয়। এমনকি মারা যাওয়ার আগের দিনেও হয়েছে। তার অনুমান বাবা মা একসঙ্গে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন।

নিজস্ব চিত্র

তবে ইতিমধ্যে দাসপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নতদন্তে পাঠিয়েছে। পাড়ার প্রতিবেশীদের কেউই এই ঘটনাটি মেনে নিতে পারছেন না। আত্মহত্যা, না খুন সেই বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।