বোমা ফেটে জখম দুই শিশু

এনএফবি, মুর্শিদাবাদঃ

খেলতে গিয়ে বোমা ফেটে জখম হল দুই শিশু। আহত দুই শিশুর নাম জুনাইদ হোসেন (৬) ও ফারহান সেখ (৫)। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ধুলাউড়ির তুলসীপুর শিশেপাড়া এলাকায়। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

স্থানীয় সূত্রে জানাযায়, মসলেম মন্ডল এবং গাজলু সেখের দুই নাতি একসাথে খেলা করছিল এক পাটকাটির স্তুপের পাশে। খেলতে খেলতে পাটকাটির স্তুপের উপরের দিক থেকে বোমা পড়ে ফেটে যায়। তখনই বোমা ফেটে আহত হয় দুই শিশু। তাদের মধ্যে গুরুতর আহত হয় জুনাইদ হোসেন। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। তার শারীরিক অবস্থার অবনতীর কারণে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়।

অভিযোগের তীর ওঠে গাজলু সেখের বিরুদ্ধে। যদিও গাজলু সেখের স্ত্রী বোমা রাখার ঘটনা অস্বীকার করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বোমা উদ্ধার করে বলে জানান স্থানীয়রা।