জুলাই 3, 2024
Latest:
স্থানীয়

রেল ব্রিজে নিজস্বী তুলতে গিয়ে দুর্ঘটনায় মৃত ২ আহত ১

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

রেল ব্রিজে সেল্ফি তুলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার বলি হল ২ যুবক, গুরুতর আহত ১ যুবক। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল মেদিনীপুর শহরে।

জানা গিয়েছে, শনিবার মেদিনীপুর শহরের হাতিহল্কা এলাকা থেকে রেল ব্রিজ সংলগ্ন কংসাবতীর তীরে পিকনিক করতে আসে বেশ কয়েকজন যুবক। পিকনিকের ফাঁকেই মদ্যপ অবস্থায় রেলব্রিজে সেল্ফি তুলতে যায় ওই তিন জন। সেসময় হঠাৎই ট্রেন চলে আসায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ২জনের ৷ জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম মুস্তাক আলি খান, বয়স আনুমানিক ৩৭ বছর, এবং আবির গায়েন, বয়স আনুমানিক ৩৫ বছর ৷ অন্যদিকে ট্রেনের ধাক্কায় গুরুতর জখম জুলমত গায়েন, বয়স আনুমানিক ৩২ বছর।

আরও পড়ুনঃ পুর নির্বাচনের কংগ্রেস প্রার্থীদের হুমকি, আশ্রয় পার্টি অফিসে

স্থানীয়দের তৎপরতায় গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। দুর্ঘটনার পরেই রেল সুরক্ষা প্রশ্নের মুখে। রেল ব্রিজে নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। যদিও রেল কর্তাদের দাবি, দুর্ঘটনা এড়াতে ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য সব ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয় রেলের তরফে। তবে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।