এনএফবি,দার্জিলিংঃ
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে থেকে ফিরলেন দার্জিলিং-র দুই পড়ুয়া অলোক মিশ্র ও কেলসাঙ গাইডসো ভুটিয়া। বৃহস্পতিবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন দুজনে।
জানা গিয়েছে যে, লভিভ ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটিতে পড়ে এই দুই পড়ুয়া । অলোক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও কেলসাঙ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। দুই জন ৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়ে লভিভ থেকে ৪০ কিলোমিটার পায়ে হেঁটে পোল্যান্ড সীমান্ত পার হয়। ভারতীয় দূতাবাসের পূর্ণ সহায়তা পেয়ে খুশি তারা। ছয় মাস আগে ছুটিতে শেষবার বাড়িতে এসেছিলেন তারা ৷ যুদ্ধ বিধ্বস্থ পরিস্থিতিতে এদিন ঘরের উদ্দেশ্যে রওনা দিয়ে বাড়ি পৌঁছিয়ে খুশি দুই পড়ুয়া। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ বন্ধ হলে ফের ইউক্রেনে যাবেন বলে পড়ুয়ারা জানান। দুই পড়ুয়াকে ফিরে পেয়ে নিশ্চিন্ত পরিবারের সদস্যরা।