স্নান করতে গিয়ে ভাগিরথী নদীতে তলিয়ে গেল দুই যুবক

এনএফবি,মুর্শিদাবাদঃ

বহরমপুর ভাগিরথী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই যুবক। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ ভাগীরথী নদীর নিয়াল্লিশ পাড়া খেয়াঘাটে সোহম ঠাকুর(১৭), অর্ঘ্যদীপ মিশ্র(১৮)। নাম দুই যুবক স্নান করতে নামে। স্নান করতে নেমে তারা জলে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাদের উদ্ধার করতে পারেনি। ঘটনার খবর পেয়ে বহরমপুর থানা ও খাগড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয়দের অভিযোগ, দেড় ঘণ্টা পার হয়ে গেল এখন পর্যন্ত বিপর্যয় মোকাবিলার কোন টিম ঘটনাস্থলে আসেনি বা উদ্ধার কাজে হাত লাগাইনি। 

নিজস্ব চিত্র