জুলাই 3, 2024
Latest:
জেলাফিচার

বাংলা ভাগের বিরুদ্ধে তৃণমূলের মহামিছিলের পরে সামাজিক মাধ্যমে হুমকি উদয়নকে

এনএফবি কোচবিহারঃ

বাংলা ভাগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মহা মিছিলের পরেই সামাজিক মাধ্যমে হুমকির মুখে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আজ ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে দিনহাটার তৃণমূল কর্মীরা মিছিল করে থানায় গিয়ে লিখিত ভাবে অভিযোগ জানিয়ে আসেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করে জানানো হয়েছে, দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নামে একটি ফেসবুক একাউন্ট থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বিরুদ্ধে হুমকি দিয়ে লেখা হয়েছে, “ উদয়ন গুহ ইতিহাসকে মিথ্যা প্রমাণিত করতে চাইলে হবে নাকি। বাংলাদেশ থেকে এসে কোলকাতার চামচাগিরি করছেন। চিরদিন আপনার দিদির সরকার থাকবে না। কোচবিহার রাজ্যের মানুষের সাংবিধানিক অধিকার নিয়ে গায়ের জোরে ছিনিমিনি খেলতে চাইলে কোচবিহারের মানুষ আপনাকে ছেড়ে কথা বলবে না। রক্তারক্তি অভদ্র কথাবার্তা আমরা পূর্বের কোন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে বলতে শুনিনি। আপনি তো রাজনীতিটাকে বাপের জমিদারি ভাগের মত করে দেখছেন, এটা চলবে না। এই স্টাইল বদলান, জেনে রাখুন শিক্ষার কোন শেষ নাই আর মার খাওয়ার কোন বয়স নাই।”

এরপরেই উদয়ন বাবু পাল্টা নিজের ফেসবুক ওয়ালে লেখেন, “ আমাকে হুমকি দিয়ে কোন লাভ নেই। বাংলা ভাগের চক্রান্তের প্রতিরোধ থেকে এক ইঞ্চি সরবো না।” এরপরেই এদিন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরী শঙ্কর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী এবং দিনহাটার মহিলা তৃণমূল শহর ব্লক সভাপতি মৌমিতা ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূল কর্মীরা গিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। মৌমিতা ভট্টাচার্য বলেন, “উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। তাঁকে এভাবে সামাজিক মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। এবারই নতুন নয়, এর আগে ওনার বাড়ির সামনে হুমকি পোস্টার দেওয়া হয়েছে। বোমাবাজি করা হয়েছে। আমরা পুলিশকে সব জানিয়েছি। পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে বলে কথা দিয়েছে। এরপরেও কিছু না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।”

বাংলা ভাগের দাবিকে সামনে রেখে কোচবিহারে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই এখন চরমে পৌঁছেছে। এর আগে থেকে কেপিপি, কেএলও, গ্রেটার কোচবিহার সহ একাধিক সংগঠন পৃথক রাজ্যের দাবি নিয়ে আন্দোলন করে আসছে। কিন্তু মূল ধারার রাজনৈতিক দল গুলো সরাসরি তাদের ওই দাবি নিয়ে খুব বেশী তৎপর হতে দেখা যায়নি। উল্টে অনেক রাজনৈতিক বাংলা ভাগের বিরুদ্ধে কথা বললেও উত্তরবঙ্গে এই দাবিকে কেন্দ্র করে যাতে কোন সামাজিক ভেদাভেদের সৃষ্টি না হয়, সেদিকেই গুরুত্ব দিয়েছে। কিন্তু অতি সম্প্রতি ভারত ভুক্তি চুক্তি দিবস উপলক্ষে গ্রেটারের মঞ্চে বিজেপি নেতৃত্বের প্রকাশ্যে পৃথক রাজ্যের দাবিকে সমর্থন জানানোয় রাজনৈতিক বিরোধ প্রকাশ্যে চলে আসে। রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে প্রকাশ্যে লড়াইয়ের ডাক দেয়। গতকাল বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কোচবিহারে ব্যপক জমায়েত করে মহা মিছিল করে তৃণমূল কংগ্রেস। এরপরেই দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নামে ওই ফেসবুক একাউন্ট থেকে উদয়ন গুহকে হুমকি দিয়ে পোস্ট করা হয়। এখন পুলিশ এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় কিনা, সেটাই দেখার।