জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

টেনিস কোর্টে রাশিয়াকে উড়িয়ে দিল ইউক্রেন

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এও এক অন্য লড়াই। তবে এই লড়াই যুদ্ধ ক্ষেত্রের গুলির লড়াই নয় । বরঞ্চ টেনিসে সবুজ কোর্টের লড়াই। আর এই লড়াইয়ে রাশিয়াকে উড়িয়ে দিলো ইউক্রেন। এদিন মেক্সিকোতে মন্তেরে ওপেনে দেশের পতাকার রঙে হলুদ টপ আর নীল রঙের শর্টস পোশাকে টেনিস কোর্টে নেমে ইউক্রেনের এলিনা সিতোলিনা জয় পেলেন। হারিয়ে দিলেন রাশিয়ার আনাস্তেসিয়া পোতাপোভাকে । এলিনা রুশ প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন স্ট্রেট সেটে। খেলার ফল ৬-২, ৬-১ । মাত্র ৬৪ মিনিটের খেলায় জয় পেয়ে উচ্ছসিত তিনি।ম্যাচের নামার আগে ইউক্রেনের এলিনা বলেন, রাশিয়ার পোতাপোভার বিরুদ্ধে মেক্সিকোতে তিনি খেলবেন না। এমনকি রাশিয়া আর বেলারুশের প্রতিপক্ষের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত জানান তিনি। কিন্তু আন্তর্জাতিক টেনিস ফেডারেশন রাশিয়া আর বেলারুশের টেনিস খেলোয়াড়দের দেশের পতাকা, প্রতীক, জাতীয় সঙ্গীত ছাড়া খেলার ছাড়পত্র দেয়। ম্যাচের পর আবেগতাড়িত হয়ে পড়েন ২৭ বছরের এলিনা। তিনি বলেন, ‘‘আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। আমার মন একেবারেই ভালো ছিল না। কিন্তু কোর্টে নামার পর আমি খুশিই হয়েছি। আমি ফোকাস ছিলাম। দেশের জন্য এই ম্যাচে জিততে মরিয়া হয়েছিলাম। এই জয় দেশবাসীকে উৎসর্গ করলাম।”
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তারপরই রুশ সেনাবাহিনী একের পর এক হামলা চালায় ইউক্রেনের বিভিন্ন জায়গা। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে একের পর এক মিসাইল হামলা হয়। ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে ফেলে রুশ সেনা। শয়ে শয়ে মৃতদেহ ইউক্রেনের রাস্তায় দেখা যায় । সামরিক দিক দিয়ে রাশিয়ার উপর পাল্টা আঘাত হানার শক্তি নেই ইউক্রেনের। সেই বদলাই টেনিস কোর্টে দিয়ে রুশ প্রতিপক্ষকে বধ করলেন ইউক্রেনের এলিনা। ইতিমধ্যে বিশ্ব ক্রীড়ামানচিত্রতে একঘরে হয়েছে রাশিয়া। পুতিনের দেশকে ইতিমধ্যে বিশ্ব অলিম্পিক সংস্থা নির্বাসিত করেছে। একইসঙ্গে ফিফাও নির্বাসন করেছে।রাশিয়াকে ফুটবল বিশ্বকাপ থেকে কার্যত নির্বাসিত করা হয়েছে। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সুর চড়িয়ে ফিফা রুশ ফুটবলারদের জন্য প্রথমে কড়া নির্দেশিকা জারি করে। পরে অবশ্য স্পষ্ট জানিয়ে দেওয়া হয় কাতার বিশ্বকাপ খেলতে পারবে না পুতিনের রাশিয়া। অনির্দিষ্টকালের জন্য রাশিয়ার জাতীয় দল ও রাশিয়ান ক্লাবগুলিকে নির্বাসিত করার কথা ঘোষণা করে। ফ্রান্স, ইংল্যান্ড, পোল্যান্ডের মতো দেশগুলির সরাসরি রাশিয়াকে বয়কটের পথে হাঁটতে চাওয়ার কথা জানিয়ে দেওয়ায় চাপ বাড়ছিল ফিফার উপর।