এনএফবি ডেস্কঃ
ফের লন্ঠন ধরলেন নীতীশ। বিজেপির সঙ্গ ত্যাগ করে আরজেডি’র সমর্থনে বিহারের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসছেন নীতীশ কুমার। যদিও জোট থেকে বেরিয়ে আসায় বিজেপি নীতীশকে বিশ্বাসঘাতক বলে বিঁধছে।
বিহারে বিজেপিকে রুখে দিল লালুর আরজেডি। লণ্ঠনের আলোয় এসকেপ রুট দেখিয়ে দিলেন নীতীশ কুমারকে। সম্ভবত লালুপুত্র তেজস্বী হচ্ছেন উপমুখ্যমন্ত্রী।
এবারে মুখ্যমন্ত্রী হয়ে প্রথম থেকেই অস্বস্তিতে ছিলেন নীতীশ। ২৪৩ আসনের বিধানসভায় ৪৫টি আসনের জোরে মুখ্যমন্ত্রী হওয়া কখনই স্বস্তিদায়ক নয়। কখনও লালুপ্রসাদের আরজেডি, কখনও বিজেপির হাত ধরে বিহারের মসনদে বসেছেন নীতীশ। আবার নিজের ইচ্ছেমতো জোটসঙ্গীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নতুন সঙ্গী জোগাড় করে সরকার গড়েছেন। এখনও তাঁকে পুরনো বন্ধু লালুর ছেলের মুখের দিকে তাকিয়ে চলতে হবে। তবু নীতীশ একটা জায়গায় স্বস্তিতে থাকবেন যে, মহারাষ্ট্রে শিবসেনা ভাঙার মতো বিহারে যে খেলাটা বিজেপি শুরু করেছিল, তা রোধ করতে পেরেছেন।
বিহার বিধানসভায় মোট ২৪৩ টি আসনের মধ্যে জেডিইউ ৪৫, আরজেডি ৭৯, কংগ্রেস ১৯, হাম ৪, সিপিআইএমএল ১২, সিপিএম ২, সিপিআই ২ ও নির্দল ১ – মিলিয়ে মোট ১৬৪ জন বিধায়কের সমর্থনেই পুনরায় মুখ্যমন্ত্রী পদের জন্য শপথ নেবেন নীতীশ। এখন এটাই দেখার এর বিরুদ্ধে বিজেপি কী পদক্ষেপ নেয়।