জুলাই 3, 2024
Latest:
স্থানীয়

খোলা আকাশের নীচে সম্বল ত্রিপল, মেলেনি সরকারি সাহায্যের আশ্বাস

এনএফবি,আলিপুরদুয়ারঃ

মেলেনি সরকারি প্রকল্পের ঘর।প্লাস্টিকের একটি তাঁবুতে অতি কষ্টে কোনরকমে রয়েছেন ফালাকাটা ব্লকের ধনিরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া এলাকার গোবিন্দ রায়ের পরিবার। সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে সরকারি প্রকল্পের ঘরের জন্য পঞ্চায়েতে বহুবার আবেদন জানিয়েও মেলেনি কোনো আশ্বাস বলে অভিযোগ। যার জেরে চরম দুর্দশার মধ্যে দিন কাটছে ওই পরিবারটির। বর্তমানে একপ্রকার খোলা আকাশের নীচে ত্রিপল টাঙিয়ে বাস করছেন গোবিন্দ ও তার পরিবার।

জানা গিয়েছে, গোবিন্দ রায়ের পরিবারে সদস্য সংখ্যা নয় জন। পরিবারের একমাত্র উপার্জন করেন গোবিন্দ। সে একটি মোমো চাউমিনের দোকানের সাহায্যকারীর কাজ করে ২০০ টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে কোন রকমে চলে সংসার। অসহায় গোবিন্দ রায় জানান, নেই থাকার ঘর। তাই খোলা আকাশের নীচে কোলের সন্তানকে নিয়ে চরম অসহায়ভাবে বসবাস করছি। মাঝে মধ্যে বৃষ্টির জল পড়ে বিছানা ভিজে যায়। তখন বসে রাত কাটাতে হয়।নেই বৈদ্যুতিক আলো ভগ্নদশাগ্রস্ত ঘরের মধ্যে কড়া রোদ এবং বৃষ্টির মধ্যে দিনযাপন করছে পরিবারটি। বহু বার প্রধান পঞ্চায়েতের কাছে আবেদন করেও কোনও লাভ হয়নি। এ পরিস্থিতিতে পঞ্চায়েত, ব্লক প্রশাসনের সাহায্যের দাবি জানিয়েছেন গোবিন্দ রায়। উন্নয়নের জোয়ারে গোটা রাজ্য ভাসলেও তার কোন প্রভাবই পড়েনি গোবিন্দের পরিবারের উপর।

এভাবেই এক চিলতে প্ল্যাস্টিকের ছাউনিতে আর কতদিন কাটালে তবেই মিলবে সরকারি সহযোগিতা? আদৌ কি মিলবে কিছু? রোদ ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচার মতো একটি ঘর কি মিলবে গোবিন্দের কপালে সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।