সিবিআই প্রসঙ্গ নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী ৷

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটা পরিদর্শন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ভারত সরকারের যে সব এজেন্সি রয়েছে, তারা মন খুলে কাজ করছে এবং যেটা সঠিক সেটা করছে ৷ প্রসঙ্গত সিবিআই প্রসঙ্গ নিয়ে সর্বভারতীয় বিজেপির সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় এজেন্সি সিবিআই করাপশন হয়েছে, সেই প্রসঙ্গ নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী ৷

নিজস্ব চিত্র

এই দিন বিদ্যাসাগরের জন্মভিটা পরিদর্শনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথোপকথন করেন তিনি। পাশাপাশি বিদ্যাসাগরের জন্মভিটেতে যাওয়ার আগে ক্ষীরপাই এলাকায় চা চক্রে যোগ দেন তিনি ৷এদিন চা চক্রে যোগদান করে বলেন,
রাজনীতি করতে গিয়ে একাধিক মামলায় জর্জরিত দলের নেতা কর্মীরা ৷ সেই মামলা চালানোর অর্থ নেই নেতা কর্মীদের কাছে। মামলা চালানোর জন্য অর্থ দিচ্ছে না দল,এমনকি দলীয়ভাবে পর্যাপ্ত পরিমাণে ফ্লাগও পাওয়া যাচ্ছে না।চন্দ্রকোনার ক্ষীরপাইয়ে চা-চক্রে যোগ দেওয়া বিজেপির কেন্দ্রীয় অর্থ মন্ত্রীর কাছে প্রকাশ্য নালিশ করলেন বিজেপির ক্ষীরপাই মন্ডল সভাপতি।সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে রয়েছেন বিজেপির কেন্দ্রীয় অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।এই দিন ক্ষীরপাই শহরে চা-চক্রে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।চন্দ্রকোনা ১ নং ব্লকের ক্ষীরপাই মন্ডল বিজেপির কর্মীদের সাথে নিয়ে শহরে চা-চক্রে যোগদান করেন কেন্দ্রীয় অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী। চা-চক্রে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীকে পাশে পেয়ে ক্ষীরপাই মন্ডল বিজেপির সভাপতি সবুজ মজুমদার নালিশ জানান,”পর্যাপ্ত পরিমাণে দলীয় ফ্লাগ দিচ্ছে না দল।রাজনীতি করতে গিয়ে শাসকদল একা একাধিক মামলায় জড়িয়েছে বিজেপি কর্মীদের, সেই মামলা চালানোর জন্য যে অর্থের প্রয়োজন হয় সেই অর্থ দিচ্ছে না দল। মন্ডল গত ভাবে সেই অর্থ মেটানো হচ্ছে,তাই তিনি দাবি জানান যাতে দল সেই অর্থ বরাদ্দ করে।

এদিন ক্ষীরপাইয়ে চা-চক্রের পর ঘাটালের বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে ঘাটাল ও দাসপুরের উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।