জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

অসময়ের বৃষ্টিপাত, মাথায় হাত বাদাম চাষীদের

এনএফবি, জলপাইগুড়িঃ

কাঁচা বাদাম, গানে যখন মাতোয়ারা গোটা রাজ্য থেকে দেশ, ঠিক সেই সময় এই বাদাম যারা ফলান সেই বাদাম চাষীদের কপালে চিন্তার ভাঁজ। বিগত কয়েকদিন থেকেই উত্তরবঙ্গের অন্যান্য স্থানের সঙ্গে জলপাইগুড়িতেও হয়েই চলছে বৃষ্টি। আর এতেই বিপাকে পড়েছেন বহু বাদাম চাষী। তিস্তা নদী সংলগ্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয় বাদাম। এবারেও ভালো ফলন এবং লাভের জন্য বিঘা প্রতি সত্তর হাজার টাকা খরচ করে দশ বিঘা জমিতে বাদাম চাষ করেছেন মন্তোষ দাস। তবে লাগাতার বৃষ্টিতে গাছের গোড়ায় পচন ধরে যাচ্ছে। মন্তোষ বাবু জানান, “বাদাম চাষে জল খুব কম প্রয়োজন হয়, তবে এবার যে ভাবে বৃষ্টি চলছে তাতে গাছের অবস্থা আশঙ্কাজনক। এর থেকে মুক্তির একমাত্র উপায় বৃষ্টি বন্ধ এবং রোদঝলমলে আকাশ।”