জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

আত্মহত্যার কথা ভাবেন উথাপ্পা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবিন উথাপ্পা। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আইপিএল-ই ছিল তাঁর প্রতিভা দেখানোর একমাত্র মঞ্চ। তিনি তাঁর বিদায়ে লম্বা বার্তা দিয়েছেন, তাঁর যাত্রায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। ক্রিকেট কেরিয়ারে সুসময় কাটানো রবিন উথাপ্পা কখন বিতর্কিত কোনও মন্তব্য করেননি। কেরিয়ারে একাধিক উত্থান পতনের সাক্ষী থাকলেও বরাবরই বিতর্ক থেকে নিজেকে দূরে রেখেছেন। তবে এবার তিনি যা মন্তব্য করলেন তাতে বেশ অস্বস্তিতে পড়তে হবে ভারতীয় ক্রিকেটকে, বিশেষ করে আইপিএল-কে। পরিস্থিতি এমন অবস্থায় গিয়েছিল যে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

সেটি ছিল আইপিএলের দ্বিতীয় বছর। উথাপ্পা তখন অবসাদে ভুগছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছিলাম ২০০৯ সালে এবং আমি জানি না কারণ। ২০০৯ সালের আইপিএলের সময় আমি আত্মহত্যার চেষ্টা করেছিলাম।” ২০০৯ সালে তিনি মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে যোগ দিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে।সাক্ষাৎকারে উথাপ্পা বলেন, “আমি সেই সময় আমার ব্যক্তিগত জীবনে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এবং আমি অবসাদে চলে গিয়েছিলাম। সেই সময় আমি আরসিবি-র হয়ে খেলছি। আমি সেই মরশুমের একটা ম্যাচ ভালো খেলতে পারিনি। একটা ম্যাচে আমি ভালো খেলেছিলাম কিন্তু তারপর আমাকে বসিয়ে দেওয়া হয়। আমি তখন চাপে ছিলাম, সেই সময় মুম্বই ইন্ডিয়ান্সের একজন আমাকে জানালেন যে আমি চুক্তিপত্রে সই করিনি। তাতে সমস্যা বাড়বে।” আরসিবি-র হয়ে একাধিক বড় ইনিংস খেলেছেন উথাপ্পা। এরপর ২০১৪ সালে তিনি কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন। সেই বছরই কেকেআর চ্যাম্পিয়ন হয়। উথাপ্পা সবথেকে বেশি রান করে কমলা টুপির মালিক হন। এরপর তিনি যোগ দেন চেন্নাই সুপার কিংসে। তবে ধারাবাহিক পারফর্ম করতে পারেননি। ফলে দল থেকে বাদ পড়েন। ধীরে ধীরে সুযোগ কমতে থাকে তাঁর কাছে। এরপর তিনি এবার অবসরের ঘোষণা করলেন।