জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

ধোনিকে নিয়ে বিস্ফোরণ বীরুর

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

খেলার দিনগুলিতে মহেন্দ্র সিং ধোনি ও বীরেন্দ্র সেহওয়াগের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও নানা জল্পনার সৃষ্টি হয়েছিল। যদিও এই দুই ক্রিকেটার একে অপরের অনুরাগী এবং তা সর্বসমক্ষে স্বীকারও করেছেন। কিন্তু এবার বড়সড় বার্তা দিয়ে বসলেন বীরেন্দ্র সেহওয়াগ।

তিনি জানিয়েছেন, ধোনি যখন ২০০৮ সালে তাকে ভারতীয় দল থেকে বাদ দেন, তখন তিনি অবসরের চিন্তা করেছিলেন।

এই নিয়ে সেহওয়াগ এক ক্রিকেট ওয়েবসাইটের শোতে বলেছেন, “২০০৮ সালে আমরা যখন অস্ট্রেলিয়ায় ছিলাম, অবসরের চিন্তাভাবনা আমার মাথায় এসেছিল। আমি টেস্ট সিরিজে কামব্যাক করি, ১৫০ রান করি। ওয়ানডে আন্তর্জাতিকে, আমি তিন-চারবারের প্রয়াসে বেশি রান করতে পারছিলাম না। তখন মহেন্দ্র সিং ধোনি আমায় ড্রপ করেন প্রথম একাদশ থেকে, আর সেই সময় ওডিআই ক্রিকেট ছাড়ার কথা মাথায় আসে। আমি ভেবেছিলাম আমি শুধু টেস্ট ক্রিকেট খেলা চালিয়ে যাব।”

যদিও সেহওয়াগকে এই সিদ্ধান্ত নিতে বারণ করেন কিংবদন্তী শচীন তেন্ডুলকর, এবং তাকে আরও বেশি চিন্তা করার জন্য অনুরোধ করেছিলেন। যার ফলে অবসরের সিদ্ধান্ত থেকে বিরত থাকেন সেহওয়াগ।

এই নিয়ে সেহওয়াগ বলেছেন, “শচীন তেন্ডুলকর আমায় সেই সময় আটকান। উনি বলেন, ‘এটি তোমার জীবনের খারাপ সময়। অপেক্ষা করো, সফর শেষ হলে বাড়ি যাও, ভালো করে ভাবনাচিন্তা করো আগামী দিনে কি করবে।’ সৌভাগ্যবশত, আমি আমার অবসর সেই সময়ে ঘোষণা করিনি।”

এর তিন বছর পর ২০১১ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেন বীরেন্দ্র সেহওয়াগ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ঝোড়ো শতরান হাঁকেন সেহওয়াগ। সেই টুর্নামেন্টে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ২৮ বছর পর বিশ্বকাপ জেতে ভারত।