রেশন ডিলার কে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের

এনএফবি,বহরমপুরঃ

রেশনের দ্রব্য না পেয়ে রেশন ডিলারকে রেশন দোকানে তালা দিয়ে আটকে রেখে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা । ঘটনাটি ঘটেছে বুধবার বহরমপুর থানার চুনাখালি নিমতলা মিল্কি পাড়া এলাকায়।

গ্রামবাসীদের অভিযোগ, গত তিন মাস ধরে স্থানীয় রেশন ডিলার প্রদীপ দাস কাউকে কোন রেশন দিচ্ছেন না। স্থানীয়রা রেশনের জিনিস নিতে আসলে রেশন ডিলার প্রতিদিন রেশন গ্রাহকদের রেশন না দিয়ে বাড়ি ফেরাচ্ছেন। এতে ক্ষুব্ধ হয়ে গ্রাহকরা আজ সকালে রেশন ডিলারকে রেশন ঘরে ভরে রেশন দোকানে তালা মেরে আটকে রেখে বিক্ষোভ দেখান। ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং রেশন ডিলারকে উদ্ধার করে। ঘটনাস্থলে এসে পৌঁছান বহরমপুর ব্লকের বিডিও এবং গ্রাম পঞ্চায়েত প্রধান।

অভিনন্দন ঘোষ , বিডিও বহরমপুর

এদিন বহরমপুরের বিডিও অভিনন্দন ঘোষ জানিয়েছেন, রেশন ডিলারের যথেষ্ট গাফিলতি রয়েছে আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব। এমনকি জেলা থেকেও খাদ্য দপ্তরের আধিকারিকরা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন।