অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়ের পরে বিরাট কোহলির সঙ্গে পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে অনেকক্ষণ সময় কাটাতে দেখা যায়। দুজনের মধ্যে কী কথা হল এই নিয়ে বিতর্ক তুঙ্গে! যদিও এই বিষয়ে এক সাক্ষাৎকারে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন,‘আমাদের মধ্যে অবশ্যই একটা আলোচনা চলে। তবে কি আলোচনা হয়েছে সেটা প্রকাশ্যে বলব না।’
ভারতকে বিশ্বকাপের মঞ্চে প্রথমবার তাও আবার ১০ উইকেটে হারায় পাকিস্তান। দুরন্ত ব্যাটিং করেন পাক অধিনায়ক বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। বিশ্বকাপের আসরে ভারতকে হারাতে না পারার জ্বালা ছিল পাকিস্তানের। সেই জ্বালা মেটান বাবর আজম। এর আগে ৫০ ওভারের বিশ্বকাপে ৭ বার আর ২০ ওভারের বিশ্বকাপে ৫ বার ভারতকে পেয়েও হারাতে পারেনি পাকিস্তান।