জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

ইডেনে নিরাপত্তা ভেঙে মাঠে বিরাট ভক্ত, প্রতিক্রিয়া কোহলির

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এবার প্রশ্নের মুখে ইডেন গার্ডেন্স এর নিরাপত্তা। বুধবার রয়্যাল চ্যালেঞ্জর্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখালেনএকজন দর্শক । ইডেনের নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে সেই দর্শক বিরাট কোহলির দিকে ছুটতে থাকেন। যা দেখে বিরাট ও পিছতে থাকেন। কোহলির সেই সমর্থককে থামাতে দূর থেকে নিরাপত্তা কর্মীরা ছুঁটে আসেন। কিন্তু ততক্ষণে মাঠে ঢুকে পড়েছেন কলকাতা পুলিশের একজন । সেই দর্শককে কাঁধে তুলে নেন সেই পুলিশকর্মী। ঘটনাটি দেখে সকলেই বেশ অবাক হয়ে যান।

দর্শকটিকে যখন মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে তখন বিরাট কোহলিকে অবাক হয়ে হাসতে দেখা যায়। তবে এই ঘটনা টিভির পর্দায় এই সবকিছু দেখাই যায়নি। বিজ্ঞাপন হচ্ছিলো তখন। কিন্তু সেই মুহূর্ত নিজেদের ক্যামেরায় ধরে রাখেন স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।ঘটনার সময়ে বিরাট কোহলি বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন।

আরসিবির ফিল্ডিং করার সময় বিরাট কোহলির দিকে ছুটে আসেন,সেই সমর্থক। তখন নিরাপত্তার লোকেরা তার দিকে ছুটে আসেন । কলকাতা পুলিশের একজন লোক তড়িঘড়ি করে মাঠে ঢুকে পড়া লোকটিকে কাঁধে তুলে মাঠ থেকে বের করে দেন। ভিডিয়োয় নিজের হাসি নিয়ন্ত্রণ করতে পারেননি বিরাট কোহলিও। এর পর বিরাট কোহলিও সেই নিরাপত্তারক্ষীকে নকল করলেন। এরআগেও আইপিএল সহ ভারতের ম্যাচে দর্শক নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে যান। কখন সৌরভ, কখনও ধোনি কখনও কোহলির জন্য। কিন্তু ইডেনে বেশ কয়েক বছর এই ছবি দেখা যায়নি। এবার ইডেনেও মাঠে নিরাপত্তা ভাঙার ছবি নজরে এল। যদিও নিজের প্রিয় ইডেনে এদিন রান পাননি কিং কোহলি। মাত্র ২৫ রান করে আউট হন আবেশ খানের বলে। তবুও বিরাটের দল আরসিবি জয় পায় এই ম্যাচে। ম্যাচ শেষে বিরাট কোহলি শতরান করা রজত পতিদার সম্পর্কে অনেক কথা বলেছিলেন। বিরাট বলেছেন, ‘আমরা ভবিষ্যতে এই ব্যাটসম্যানের নাম শুনতে থাকব।’ প্রাক্তন অধিনায়ক কোহলি বলেন যে তিনি আইপিএলে অনেক শতরান দেখেছেন, তবে সম্ভবত এই লিগে এর চেয়ে ভালো সেঞ্চুরি তিনি দেখেননি। রজত পতিদারের সঙ্গে জুটি বেঁধেছেন কোহলি। বিরাট আরও বলেছেন যে এটি কোনও আনক্যাপড ভারতীয়ের প্রথম প্লে অফ সেঞ্চুরি।