জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

করোনা আক্রান্ত বিরাট

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

করোনা আক্রান্ত হয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সূত্রের খবর, মালদ্বীপে ঘুরতে গিয়েই তিনি কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। যদিও আপাতত তিনি সুস্থ আছেন বলেই সূত্রের দাবি।

আগামী মাসেই ভারত এবং ইংল্যান্ড বার্মিংহামে পঞ্চম টেস্ট ম্যাচ খেলতে একে অপরের মুখোমুখি হবে। ইতিপূর্বে টিম ইন্ডিয়া লিসেস্টর কাউন্টি দলের বিরুদ্ধে আগামী ২৪ জুন থেকে অনুশীলন ম্যাচ খেলবে। সেকারণে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট দল লিসেস্টর পৌঁছেও গিয়েছে। কিন্তু, এই ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট শিবিরে আশঙ্কার কালো মেঘ ঘনীভূত হতে শুরু করেছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট দলের প্রধান ব্যাটার বিরাট কোহলি নাকি করোনায় আক্রান্ত হয়েছিলেন। এই পরিস্থিতিতে অন্য ক্রিকেটারদেরও করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেকারণেই এই অনুশীলন ম্যাচ আদৌ খেলা হবে কি না, তা নিয়ে ঘোরতর সংশয় শুরু হয়েছে।