জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

২০১২ সালে এশিয়া কাপের ১৮৩ রানের স্মৃতিচারণায় বিরাট

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

রবিবার ভারত পাকিস্তান লড়াই। আর ২০১২ সালে এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১৮৩ রান করেন বিরাট কোহলি।২০১২ সালে ভারতের বিরুদ্ধে সেই ম্যাচে ৩২৯ রান করেছিল পাকিস্তান। শুরুতে ভারতের কয়েকটা উইকেট পড়ে গেলেও, বিরাট কোহলি মাঠে আসার পরই বদলে গিয়েছিল সমস্ত চিত্রটা। পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন তিনি। সেখানেই বিরাট কোহলির সেই বিধ্বংসী ইনিংস দেখেছিল সকলে। এই মঞ্চেই বিরাট কোহলি ১৪৮ বলে ১৮৩ রানের ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচে ৬ উইকেটে জিতেছিল ভারতীয় দল।

পাকিস্তানের বিরুদ্ধে নামার আগেই সেই ইনিংসের কথাই উঠে এল বিরাট কোহলির মুখে। এশিয়া কাপ তাঁর কাছে কেন স্মরণীয় সেই কথাই শোনা গেল তাঁর মুখে। বিসিসিআই টিভিতে বিরাট কোহলি জানিয়েছেন, “এশিয়া কাপ আমার কাছে সবসময়ই খুব স্মরণীয়। আর সেই ১৮৩ রানের পারফরম্যান্সটা তো সবসময়ই বিশেষ। কারণ সেই পারফরম্যান্সটাই সকলের কাছে আমাকে পরিচিতি দিয়েছিল। ২৩ বছর বয়সে পাকিস্তানের মত দলের বিরুদ্ধে এত বড় মঞ্চে ছিল সেই পারফরম্যান্স। সেদিন আমি নিজেকেই চমকে দিয়েছিলাম। আর এই পারফরম্যান্সটাই আমার আত্মবিশ্বাস বাড়িয়েছিল”।

সাম্প্রতিককালে বিরাট কোহলির পারফরম্যান্স গ্রাফ খানিকটা নীচের দিকে। দেশের হয়ে এই বছর ৪টি টি টোয়েন্টি খেলে বিরাট কোহলির রান রয়েছে মাত্র ৮১। সেই জায়গা থেকেই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ রয়েছে এখন তাঁর সামনে। রবিবার সেই পাকিস্তানের বিরুদ্ধেই ফের যাত্রা শুরু করছে ভারত। বিশ্রাম কাটিয়ে সেই ম্যাচেই ফিরতে চলেছেন বিরাট কোহলি।