জুলাই 5, 2024
Latest:
জেলাফিচার

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, তবু মন খারাপ প্রতিমা শিল্পীদের

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

রাত পোহালেই শিল্প দেবতা বিশ্বকর্মা পূজা। তাঁর আগে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ঠাকুর তৈরিতে মৃৎশিল্পীদের শেষ মুহূর্তের ব্যস্ততা। তবু যেন কিছুটা খামতি রয়ে যায়।
লক ডাউনের পর থেকে তেমন কাজ নেই। বিভিন্ন পুজো উদ্যোক্তাদের বাজেটও খুব কম। যারা এক সময় বড় প্রতিমা কিনতেন তারাও ছোট প্রতিমার দিকেই ঝুঁকছেন। আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন প্রতিমা শিল্পীরা। যারা প্রতিমার বাজেট রাখতেন ৩ হাজার তাঁরাই হাজার বারো শো’র বেশি দামের প্রতিমা কিনতে রাজি হচ্ছেন না। এদিকে বাড়ছে প্রতিমা তৈরির সরঞ্জামের দাম।