পুজোর উৎসবে ভলিবল

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

প্রিমিয়ার ভলিবল লিগে প্রথমবার খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলার টিম কলকাতা থান্ডার বোল্টস। এ বার রাজ্যের ভলিবলের জনপ্রিয়তা বাড়াতে এগিয়ে এল ভলিবলের এই ফ্র্যাঞ্চাইজি।
টিমের চেয়ারম্যান ও অন্যতম মালিক পবন কুমার পাতোদিয়া বৃহস্পতিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এক সাংবাদিক বৈঠকে জানালেন, ২৩-২৭ আগস্ট তিলজলার কাছে অর্কিডের ইন্ডোর অডিটোরিয়ামে তাঁরা শহরের ৬৪টি দুর্গা পুজো কমিটিকে নিয়ে থান্ডার বোল্টস কাপ ভলিবল টুর্নামেন্টের আয়োজন করছেন। টিমের ডিরেক্টর সুমেধ পাতোরিয়ার বক্তব্য, ‘‘আমাদের স্লোগান, খেলবে বাংলা, জিতবে বাংলা। সেই লক্ষ্যেই ভলিবলের জনপ্রিয়তা বাড়াতে পাড়ায় পাড়ায় বাঙালির সেরা পুজোয় এই খেলাকে যুক্ত করা। থাকছে পাঁচ লক্ষ টাকারও বেশি পুরস্কার অর্থ।”