জুলাই 5, 2024
Latest:
অর্থনীতি

ভোটমুখী বাজেট, ব্যালট না বেকারি দূরীকরণ? তাকিয়ে দেশ

এনএফবি, নিউজ ডেস্কঃ

মঙ্গলবার সকাল ১১টায় সংসদে ২০২২-২৩ অর্থ বর্ষের বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এই নিয়ে চতুর্থবারের জন্য বাজেট পড়তে চলছেন নির্মলা। করোনা মহামারি পরিস্থিতিতে গত বছর থেকে প্রথা ভেঙে পেপারলেস বাজেট পেশ হয়। এবারও সেই ধারা অব্যাহত রেখে বহি খাতার বদলে ট্যাব হাতেই বাজেট পড়তে দেখা যাবে অর্থমন্ত্রীকে।

আরও পড়ুনঃ বিরক্ত মুখ্যমন্ত্রী, রাজ্যপালকে টুইটারে ব্লক

গতকাল সোমবার থেকে রাষ্ট্রপতির ভাষণের মধ্যে দিয়ে শুরু হয়েছে বাজেট অধিবেশন। প্রথম পর্যায়ে আলোচনা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব শুরু হবে ১৪ মার্চ থেকে। চলবে ৮ এপ্রিল পর্যন্ত। কোভিড পরিস্থিতির কারণে এই ভাবে ভাগ করা হয়েছে অধিবেশনকে।

মহামারি মারে জর্জরিত দেশের অর্থনীতি। অন্যদিকে, শিয়রে পাঁচ রাজ্যের নির্বাচন। ধাক্কা খাওয়া অর্থনীতি পুনরুদ্ধার নাকি ব্যালট বাক্সের দিকে তাকিয়ে পরিচালিত হবে বাজেট সেদিকেই তাকিয়ে বিশেষজ্ঞ মহল।

আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা কি আরও বাড়বে, গৃহঋণে সুদ কি কমবে, বাজেট নিয়ে আশায় মধ্যবিত্ত। মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব দূরীকরণই বড় চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর। প্রত্যাশায় সাধারণ মানুষ।