জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

ভিপি সুহের কে নিতে চলেছে এটিকে মোহনবাগান

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

দল বদলের বাজারে একের পর এক চমক দিয়েই চলেছে এটিকে মোহনবাগান। সে বিদেশি সই করিয়েই হোক কিংবা ভারতীয় ফুটবলার সই করিয়ে। দলের প্রতিটা বিভাগ যাতে পোক্ত থাকে সেই দিকে সতর্ক নজর রয়েছে সবুজ-মেরুন শিবিরের। এবার মাঝমাঠ ও আক্রমণভাগকে আরও শক্তিশালি করতে ভিপি সুহেরকে দলে ফেরাতে চাইছে বাগান শিবির।

সূত্রের খবর, নর্থ ইস্ট ইউনাইটেডের এই ফুটবলারকে দলে চাইছে বাগান কোচ জুয়ান ফেরান্দো। তাই সুহেরের জন্য রেকর্ড পরিমাণ অর্থ খরচ করতেও রাজি সবুজ-মেরুন শিবির। ভারতের জাতীয় দলের আক্রমণ ভাগের এই ফুটবলার আগেও বাগানের জার্সি গায়ে চাপিয়েছিলেন। ২০১৯-২০২০ মরশুমে বাগান জার্সিতে বেশ নজর কেড়েছিলেন তিনি। এরপর স্বল্প সময়ের জন্য ইস্টবেঙ্গলেও খেলেছেন সুহের।

কিছুদিন আগেই তিন বছরের জন্য প্রতিভাবান গোলকিপার অর্শ আনোয়ার শেখকে চুক্তিবদ্ধ করে এটিকে মোহনবাগান। ২০২০-র আগস্টে সবুজ-মেরুন শিবিরে যোগ দেন ছত্তিশগড় থেকে উঠে আসা এই তরুণ গোলকিপার। কিন্তু এখন পর্যন্ত আইএসএলে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এ বারের এএফসি কাপে তিনি দলের হয়ে প্রথম গোলরক্ষার ভূমিকা পালন করেন এবং সুযোগ পেয়েই কোচের নজর কেড়ে নেন। এএফসি কাপ বাছাই পর্বে একটি ও গ্রুপ পর্বে দু’টি ম্যাচে তাঁকে নামান দলের স্প্যানিশ কোচ ফেরান্দো। বাছাই পর্বে একটি ম্যাচ (ব্লু স্টার এফসি) খেলেন, যাতে কোনও গোল খাননি অর্শ। গ্রুপ পর্বে বসুন্ধরা এফসি ও মাজিয়া এফসি-র বিরুদ্ধে দু’টি ম্যাচের মধ্যে প্রথমটিতে ‘ক্লিন শিট’ রাখেন তিনি। এই দুই ম্যাচেই একাধিক অবধারিত গোল বাঁচিয়ে সমর্থকদেরও প্রশংসা কুড়োন ১৯ বছর বয়সি এই গোলরক্ষক।

অপরদিকে, ইস্টবেঙ্গল ও ইমামির চুক্তিজট প্রায় কেটেই গিয়েছে বলা যেতে পারে। যেকোনও মুহূর্তে হয়ে যেতে পারে সই পর্ব। ফলে দল গঠনের কাজ ফের পুরোদমে শুরু হয়ে গিয়েছে। শোনা গিয়েছে, সবুজ-মেরুন শিবির রাডারে থাকা নর্থ ইস্টের আরও এক ফুটবলার ইমরান খান’কে দলে পেতে আগ্রহী ইস্টবেঙ্গল। ইমরান’কে দলে পেতে ইতিমধ্যেই নর্থ ইস্টের সঙ্গে যোগাযোগও করেছে ইস্টবেঙ্গল। ইমরানের সঙ্গে একবছরের চুক্তি এখনও বাকী রয়েছে নর্থ ইস্টের। তবে সূত্রের খবর, ভাল ট্রান্সফার ফি পেলেই তাঁকে ছেড়েও দিতে পারে তাঁর বর্তমান ক্লাব।

উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়ল বিরাট – NF Bangla Private Limited (newsfrontbangla.com)