অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
পাকিস্তান অধিনায়ক বাবর আজম এইমুহূর্তে দারুণ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। করছেন একের পর এক রেকর্ড। এবার বাবরের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাক অধিনায়ক তথা প্রাক্তন পাক পেসার ওয়াকার ইউনিস।
এদিন ওয়াকার জানান,এই মুহূর্তে বর্তমান ক্রিকেটে বাবর আজম হলেন মিলিয়ন ডলার । অন্যান্য বড় তারকাদের মতো দক্ষতার প্রকাশ পেয়েছে তাঁরও। যদিও সেই সমস্ত তারকা ক্রিকেটাররা তাঁদের সময়ে খেলেছেন এবং তাঁদের দক্ষতা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ছিল। যদিও বাবর এখনও অনেক তরুণ ক্রিকেটার এবং তাঁর সামনে বহু ক্রিকেট খেলা বাকি রয়েছে। তিনি অবসর নেওয়ার পরই অন্যান্যদের সঙ্গে তুলনা করা যাবে।
এছাড়া চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া টি২০ বিশ্বকাপে পাকিস্তান ভালো ফল করবে এই বিষয়ে আশাবাদী প্রাক্তন পাক অধিনায়ক। এরপরে তিনি যোগ করেন,স্ট্রেলিয়ার পিচ বরাবরই ব্যাটারদের সাহায্য করে। সেখানে পাকিস্তান দলে রয়েছেন বেশকিছু ভাল ব্যটার।বাবর আজমের পাশাপাশি রয়েছেন মহম্মদ রিজওয়ান। সেকারণে আমি আশাবাদী পাকিস্তান টি২০ বিশ্বকাপে ভালো ফল করবে।
গতবার এই বাবর আজমের হাত ধরেই টি20 বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল পাকিস্তান। শুধু তাই নয় তাঁর হাত ধরে প্রথমবার কোনও বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারাতে সক্ষম হয়েছিল পাকিস্তান।
এই মুহূর্তে কেরিয়ারের সেরা ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন বাবর আজম। কয়েকদিন আগেই একদিনের ক্রিকেটের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন বাবর আজম। একইসঙ্গে টি২০ র্যাঙ্কিংয়ে রয়েছেন পাক অধিনায়ক।
যে বিরাট কোহলির সঙ্গে বেশ কয়েকবছর ধরেই তাঁর তুলনা শুরু হয়েছিল, সেই বিরাটকেও বেশকিছু জায়গায় পিছনে ফেলে দিয়েছেন বাবর আজম।
ICC T20 ক্রমতালিকায় ৮১৮ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন বাবর। দ্বিতীয় স্থানে পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। তাঁর সংগ্রহ ৭৯৪ পয়েন্ট। এই বছর একটি মাত্র টি২০ ম্যাচ খেলেছেন বাবর। সেই ম্যাচে ৪৬ বলে ৬৬ রান করেছেন তিনি। গত বছর ২৯টি ম্যাচে ৯৩৯ রান করেন বাবর।
এই রেকর্ড ভাঙার বিষয়ে শ্রীলঙ্কা এবং পাকিস্তান টেস্ট সিরিজের পরে এক সাংবাদিক বাবরকে প্রশ্ন করেন,
“আমার দুটো প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হল, আপনি সম্প্রতি বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিয়েছেন” তখনই তাঁকে থামিয়ে দিয়ে বাবর পাল্টা প্রশ্ন করেন, “কোন রেকর্ড ভাঙলাম?” এরপর ওই সাংবাদিক বলেন, “আপনিই সবচেয়ে বেশিদিন আন্তর্জাতিক টি-২০ ব়্যাঙ্কিংয়ের শীর্ষে।” সে কথা শুনে বাবর বলেন, “আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই। আমি কঠোর পরিশ্রম করেছি। সেই কারণেই ভালো পারফরম্যান্স সম্ভব হয়েছে।”
আরও পড়ুনঃ জাত চেনালেন প্রবথ জয়সূর্য – NF Bangla Private Limited (newsfrontbangla.com)