জুলাই 1, 2024
Latest:
ক্রীড়ালেটেস্ট

না ফেরার দেশে ‘ওয়ার্নি’

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন প্রয়াত। বয়স হয়েছিল ৫২ বছর। তাইল্যান্ডের কোহ সামুইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

১৪৫টি টেস্টে শেন ওয়ার্নের ৭০৮টি উইকেট রয়েছে। সেরা বোলিং ৭১ রানে ৮ উইকেট। ম্যাচে সেরা বোলিং ফিগার ১২৮ রানে ১২ উইকেট। ইনিংসে চার উইকেট পেয়েছেন ৪৮ বার, পাঁচ উইকেট ৩৭ বার, ম্যাচে ১০ বা তার বেশি উইকেট পেয়েছেন ১০ বার। ১৯৪টি একদিনের আন্তর্জাতিকে তাঁর উইকেটের সংখ্যা ২৯৩। সেরা বোলিং ৩৩ রানে ৫ উইকেট। চার উইকেট নিয়েছেন ১২ বার। ম্যাচে পাঁচ উইকেট ১ বার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০১টি ম্যাচে তাঁর উইকেটের সংখ্যা ১৩১৯। লিস্ট এ-তে ৪৭৩টি উইকেট পেয়েছেন, টি ২০ খেলেছেন ৭৩টি, উইকেট পেয়েছেন ৭০টি। শেন ওয়ার্নের জন্ম ১৯৬৯ সালের ১৩ সেপ্টেম্বর ভিক্টোরিয়ার ফার্নট্রি গালিতে। অস্ট্রেলিয়ার পাশাপাশি খেলেছেন হ্যাম্পশায়ার, আইসিসি বিশ্ব একাদশ, মেলবোর্ন স্টারস, রাজস্থান রয়্যালস, অবশিষ্ট বিশ্ব একাদশ ও ভিক্টোরিয়ার হয়ে। ওয়ার্নি নামেই সতীর্থরা ডাকতেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং করার পাশাপাশি ধারাভাষ্যকারের ভূমিকাতেও তাঁকে দেখা গিয়েছে। টেস্ট ক্রিকেটে তিনি ৩১৫৪ রান করেছেন। ১২টি অর্ধশতরান রয়েছে, সর্বাধিক ৯৯। টেস্টে তিন হাজারের উপর রান করেছেন কোনও শতরান ছাড়া এটিও একটি রেকর্ড। একদিনের আন্তর্জাতিকে ১০১৮ রান করেছেন, সর্বাধিক ৫৫। প্রথম শ্রেণির ক্রিকেটে ওয়ার্ন ৬৯১৯ রান করেছেন, দুটি শতরান ও ২৬টি অর্ধশতরান রয়েছে। যেখানে সর্বাধিক অপরাজিত ১০৭।