জুলাই 3, 2024
Latest:
স্থানীয়

ছাদ ফুটো থাকায় বাসে জমছে জল, সমস্যায় যাত্রীরা

এনএফবি, কোচবিহারঃ

অল্পবিস্তর বৃষ্টিতেই জল জমতে দেখা গেল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাসে। যা নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল যাত্রীদের। জানা যায়, কোচবিহার থেকে শিলিগুড়িগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাসে ছাদ ফুটো থাকায় জল জমেছে।

সকালে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হওয়া যাত্রীরা সেই বাসে উঠেই জল দেখতে পায় আর তা দেখেই কটাক্ষ শুরু করে অনেক যাত্রী। কারো মতে সেখানেই মাছ ধরা যাবে আবার কেউ বলছেন জুতো ফেলে রাখলে জুতো নিজেই চলে যাবে। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে সরকারি বাসে জল জমলো কিভাবে ? যাত্রীদের মতে শুক্রবার রাত-ভোর বৃষ্টি হওয়ার দরুন বাসে জল জমেছে। যার ফলে সকাল হতেই সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে যাত্রীরা।

বাসে থাকা এক যাত্রী বলেন,”কোচবিহার থেকে শিলিগুড়ির পথে যেতে সরকারি বাসে ভাড়া দিতে হয় একশো কুড়ি টাকা, আর সেই সরকারি বাসের অবস্থা ঠিক এইরকম যেখানে মমতা ব্যানার্জি এত সুযোগ-সুবিধা দিচ্ছেন।” কর্তৃপক্ষকে বিষয়টি দেখার অনুরোধ জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, “বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।” দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

ভুক্তোভোগী যাত্রী। নিজস্ব চিত্র