জুলাই 3, 2024
Latest:
শিক্ষা ও কেরিয়ার

ডব্লিউবিসিএস(এক্সিকিউটিভ) ২০২১ প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

এনএফবি, নিউজ ডেস্কঃ

বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) ২০২১ প্রিলিমিনারি [West Bengal Civil Service (excutive) Etc Exmination(Preliminary)] পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) প্রকাশিত ফলাফলের তালিকা থেকে জানা গেছে মোট পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৮৩৩ জনও পরীক্ষার্থী পরবর্তী মেইন পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। মেইন পরীক্ষার সফল পরীক্ষার্থীরা ইন্টারভিউয়ের জন্য বিবেচিত হন। ইন্টারভিউ এবং মেইন পরীক্ষার প্রাপ্ত নম্বরের যোগ করে মেধাতালিকার ভিত্তিতে নিয়োগপত্র পান পরীক্ষার্থীরা।

ডব্লিউবিসিএস(এক্সিকিউটিভ) ২০২১[WBCS(EXE) Etc 2021) পরীক্ষা হওয়ার কথা ছিল ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে। করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে গিয়ে পরীক্ষা হয় ২২ আগষ্ট।

পিএসসি প্রকাশিত এই পরীক্ষা যে কাট অফ নম্বরের তালিকা দিয়েছে তা নিম্নলিখিত-
• সাধারণ শ্রেণির- ১২১.৬৭
• ওবিসি-এ শ্রেণির- ১২১.৬৭
• ওবিসি-বি শ্রেণির- ১২১.৬৭
• এসসি শ্রেণির-১১৪.০০
• এসটি শ্রেণির-৯৪.৩৩
• পিডব্লিউডি শ্রেণির- ১০১.৬৭
রাজ্য সরকারের সর্বোচ্চ প্রশাসনিক পদে কর্মী নিয়োগের জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা নেয় ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। মোট ২০০ নম্বরের এমসিকিউ টাইপের প্রশ্ন হয় প্রিলিমিনারি পরীক্ষায়।

আরও পড়ুনঃ গেট স্থগিতের আর্জি খারিজ করল শীর্ষ আদালতও