জুন 29, 2024
Latest:
উত্তর সম্পাদকীয়ফিচার

ক্ষীণ চাঁদ আনে খুশির ঈদ

ড. সেন্টু সরকার

গত পবিত্র রমজান মাসের এক তীব্র গ্রীষ্মের দাবদাহে বিদগ্ধ খোদ খোদার বান্দাবৃন্দ বিগত কয়েক দিবস যাবৎ অপেক্ষারত নিষ্পলক নেত্রে চাহিয়া পশ্চিম দিগন্তের এই রোজার মাসের অজ্ঞ প্রদত্ত কলঙ্কিত চাঁদ বলা বা কলঙ্কিত চাঁদ নামে ডাকা সেই বঙ্কিম চন্দ্রের ক্ষীণ প্রথম কলা দর্শনে ।
আলোকাপাতন বিঘ্নিত মেঘাচ্ছন্ন অম্বর ভেদ করিয়া সেই অজ্ঞ প্রদত্ত কলঙ্কিত চাঁদ বলা বা কলঙ্কিত চাঁদ নামে ডাকা সেই বঙ্কিম চন্দ্রের ক্ষীণ প্রথম চন্দ্রকলার সিগ্ধ রশ্মি রোজা বা সিয়াম শেষে আজ শাওয়াল মাসের ১ম তারিখে বার্তা দিল সর্বানন্দময় খুশির ঈদের ।
এই উপেক্ষিত বাঁকা চাঁদের ক্ষীণ প্রথম চন্দ্রকলার সিগ্ধ রশ্মির বার্তায় মানুষ তাহাদের গৃহ ও মসজিদ প্রাঙ্গণকে সাজাইয়া তুলিয়াছে বৃহত্তর উজ্জ্বল পবিত্র আলোক বাতি এবং রং বেরঙের বেলুন আর রং বেরঙের রাংতা কাগজের তৈরি পবিত্র রসি দিইয়া । তাই আজ বড় খুশি ইসলাম ধর্মীয় মানুষ, খুশি বণিক শ্রেণীর মানুষ, খুশি জাতি ধর্ম জ্ঞানহীন মানুষ, খুশি সাম্প্রদায়িক বিরোধী মানুষ ।

আজ খুশির ঈদে মসজিদে মসজিদে চলিতেছে খোদ খোদার বান্দাদের মধ্যে অর্থ, বিবিধ খাদ্য, বিবিধ ফলমূল, বিবিধ নববস্ত্র, বিবিধ ইসলাম ধর্মীয় পুঁথি ইত্যাদির বিতরণ আর চলিতেছে পারস্পরিক আত্মিক বন্ধনের কোলাকুলি আর গভীর ভালোবাসার ভাব বিনিময় । আজ মানুষে মানুষকে যৎসামান্য কিছু দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে ।

চলিতেছে দিবসের শেষে সন্ধ্যায় আল্লা খোদা তালার বান্দাদের নমাজ পড়ার বৃহত্তর প্রস্তুতি । বৃহত্তর সুরি ও সুন্নি উভয় মুসলিম জনগণ একই স্থানে জমায়েত হইয়া একই সুরে ডাকিবে তাদের আরাধ্য আল্লা খোদা তালাকে । পুরাতন বছরের স্মৃতিকথার ইতি টেনে পবিত্র রমজান মাসের ব্রত পালনের মাধ্যমে নিষ্পাপ মনে নতুন বস্ত্র পরিহিতা মানুষ আজ আল্লা খোদা তালার কাছে সারা বছর খুশিতে নতুনভাবে বাঁচিবার দাবি রাখিবে ।

এই প্রার্থনা করিবে যে, আজকের সর্বানন্দময় পবিত্র খুশির ঈদ যেন ইঙ্গিত দেয় বছরের প্রত্যেক দিন আনন্দে ও খুশিতে কাটার ।

( নিবন্ধে প্রকাশিত মতামত লেখকের ব্যক্তিগত)

লেখকের পরিচয়ঃ ড. সেন্টু সরকার, বহরমপুর গার্লস কলেজের শারীরবিদ্যা বিভাগের অধ্যাপক।