জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

করোনা অবস্থায় অনুষ্ঠানে যান, স্বীকার জোকারের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এবারে নিজের ভুল নিজেই স্বীকার করলেন নোভাক জকোভিচ। তিনি জানাচ্ছেন গত মাসের ১৭ তারিখ ওই ইভেন্টে যোগ দেওয়ার প্রসঙ্গে জকোভিচ বলেন, ‘সেই ঘটনার জন্য আমি ক্ষমাপ্রার্থী। সেই সময় আমি অ্যাসিম্পটোমেটিক ছিলাম। তবে আমার শরীরে কোনও সমস্যা ছিল না। কোভিড পরীক্ষার রেজাল্টও তখন হাতে আসেনি। তবে ইভেন্টে যাওয়ার আগে বেশ কয়েকবার ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাই। প্রত্যেকটার রেজাল্ট নেগেটিভ আসে। তবে ইন্টারভিউ চলার সময় আমি শারীরিক দূরত্ব বজায় রেখেছিলাম এবং আমার মুখে সবসময় মাস্ক ছিল। শুধু ছবি তোলার সময় মাস্ক খুলেছিলাম।’

অস্ট্রেলিয়ান ওপেন খেলতে আসার সময় সঠিক কাগজ দেখাতে না পারায় জকোভিচের ভিসা বাতিল করে অস্ট্রেলিয়ার সুরক্ষা বাহিনী। অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকেও বলা হয়, ভ্যাকসিন ছাড়া সে দেশে কাউকে তাঁরা প্রবেশ করতে দিতে পারবে না। পরিস্থিতি এতটাই জটিল হয়, অস্ট্রেলিয়ার ফেডেরাল কোর্টে মামলা করে বসেন জকোভিচ। গত সোমবার সেই শুনানিতে, জকোভিচকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত। ওই মামলাতেই, জোকারের আইনজীবী একটা চিঠি দিয়ে জানায়, গত ১৬ ডিসেম্বর করোনা সংক্রমিত হয়েছিলেন সার্বিয়ান সুপারস্টার। অথচ তার পর দিনই একটা ইভেন্টে দেখা যায় জকোভিচকে। যে ঘটনা নিয়ে মুখ খুললেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী টেনিস তারকা।