জুলাই 8, 2024
Latest:
জেলা

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রস্তুত পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুরের ৭ টি পুরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা ঠিক রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। বুধবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন জেলা পুলিশ সুপার দিনেশ কুমার। তিনি জানান, নির্বাচনের দিন জেলার সাতটি পুরসভার প্রতিটি বুথে অস্ত্র সহ কড়া পুলিশি প্রহরা থাকবে। এছাড়াও পদাধিকারী পুলিশ কর্তা থাকবে। জেলার পুলিশ কর্মীদেরই লাগানো হচ্ছে এবারের নির্বাচনের কাজে। যদিও কিছু ফোর্স ঝাড়গ্রাম থেকে আনা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের জন্য বলে জানান পুলিশ সুপার। এছাড়াও নাকা চেকিং পয়েন্ট থাকছে। থাকবে পুলিশ পেট্রোলিং। মূলত সাধারণ ভোটাররা যাতে কোনো রকম ভয়ভীতি ছাড়া তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার সমস্ত ব্যবস্থা করবে পুলিশ। অবাধ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করার বিষয়ে পুলিশ সচেষ্ট এবং তার জন্য সবরকম পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার ।