জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

বুমরাহ -ভুমরাহ কী করবে বলেছিলেন কোহলি

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

জসপ্রীত বুমরাহ এই মুহূর্তে ভারত তথা বিশ্বের সেরা অন্যতম পেস বোলার। কিন্তু একসময়ে তাকে একপ্রকার পাত্তাই দিতে চাননি প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সেই তথ্য ফাঁস করলেন প্রাক্তন ভারতীয় উইকেটকিপার পার্থিব প্যাটেল।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরে বিরাটের ক্যাপ্টেন্সিতে খেলেছেন পার্থিব। সেই স্মৃতিতে গিয়ে প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগকে এক অনুষ্ঠানে পার্থিব জানান, “২০১৪ সাল, আমি তখন আরসিবিতে। বিরাটকে আমি বলি, গুজরাতের দলে এক জন ভাল বোলার রয়েছে, ওকে একবার দেখে আসো। ওর দিক থেকে যে প্রত্যুত্তর এসেছিল তা হল – ছাড় না ইয়ার, এই বুমরাহ-ভুমরাহ কী করবে?”

বুমরাহ প্রসঙ্গে পার্থিব আরও বলেন, “বুমরাহকে যখন প্রথম IPL দলে নেওয়া হয়েছিল ও তখন ২-৩ বছরে প্রথম রঞ্জি খেলেছিল। ২০১৩ সালে ও প্রথম IPL খেলে। ২০১৪ সালটা ওর ভাল যায়নি। ২০১৫ সালে এতটা খারাপ পারফর্ম করেছিল যে, কথা হচ্ছিল মরশুমের মাঝপথে ওকে বাড়ি পাঠিয়ে দেওয়ার। কিন্তু ও ধীরে ধীরে উন্নতি করতে শুরু করে। মুম্বই ইন্ডিয়ানস্ সত্যিই ওকে দারুণ সমর্থন করেছে। তার সঙ্গেই রয়েছে ওর কঠোর পরিশ্রম। এটাই ওর মধ্যে থেকে সেরাটা বার করে আনে।”

২০১৩ সালে মুম্বইয়ের জার্সিতে IPL কেরিয়ার শুরু করেন বুমরাহ। RCB র বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেন তিনি। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি বুমরাহকে। খুলে যায় আন্তর্জাতিক ক্রিকেটের দরজাও। আজ তিনি দেশের জার্সিতে তিন ফরম্যাটেই অবিচ্ছেদ্য অঙ্গ। এখনও মুম্বইয়ের হয়েই খেলেন। মুম্বইয়ের হয়ে ১০৭ ম্যাচে ১৩০ উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত। বারো কোটি টাকায় এই পেসারকে রিটেন করেছে সাত বারের চ্যাম্পিয়নরা।এক ভিডিওতে এই পেস বোলার জানান,”এটা আমার দশম IPL। অনেক স্মৃতি ও বিশেষ মুহূর্ত জড়িয়ে রয়েছে। এর সঙ্গে রয়েছে ওঠাপড়া। যা ঘটেছে তার জন্য আমি কৃতজ্ঞ। এবং যা ঘটতে চলেছে তার জন্যও আশাবাদী।”

প্রথম ম্যাচে ললিত যাদব ও অক্ষর প্যাটেলের পারফরম্যান্সের সামনে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হেরে IPLপনেরো অভিযান শুরু করে বুমরাহর মুম্বই । প্রথম ম্যাচেই মুম্বইয়ের বিরুদ্ধে ৪ উইকেটে জিতল দিল্লি ক্যাপিটালস। আগামী শুক্রবার রাজস্থানের বিরুদ্ধে নামবে মুম্বই।