জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

শ্রীলঙ্কাকে অবজ্ঞা কী বলছেন সানি

এনএফবি,স্পোর্টস ডেস্কঃ

এশিয়া কাপ শুরুর সময়ে ভারত এবং পাকিস্তানকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল ক্রিকেট মহলে। কিন্তু এশিয়া কাপের ফাইনালে পৌঁছতে পারল না ভারত। অন্যদিকে পাকিস্তান ফাইনালে পৌঁছলেও শ্রীলঙ্কার মতো তারকাবিহীন দলটির কাছে পরাস্ত হয়। এই নিয়েই সমালোচকদের এক হাতে নিলেন সুনীল গাভাস্কার।

গাভাস্কার বলেন, “ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা হচ্ছিল। এশিয়া কাপের উপরে যেন এই ম্যাচ। সবাই চারিদিকে শুধু ভারত-পাকিস্তান নিয়ে কথা বলছিল। মনে হচ্ছিল যেন এই দুটো দল বাদে আর কেউ খেলতে আসেনি। শেষে শ্রীলঙ্কা এশিয়া কাপ জিতে নিল। সবচেয়ে বেশি বার এশিয়া কাপ জেতার তালিকায় ভারতের পরেই ওরা। এটা বুঝিয়ে দেয় যে শ্রীলঙ্কাকে অবজ্ঞা করা উচিত হয়নি। যারা বলছিল ভারত-পাকিস্তান ফাইনাল হবে তাদের গালে একটা চড় মেরে দিল শ্রীলঙ্কার এশিয়া কাপ জয়।”