জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

আইসিসি সভাপতির চেয়ারে কে, সৌরভ না জয়

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ হতে পারেন আইসিসি সভাপতি আগামী বছর। আইসিসি নির্বাচন নিয়ম অনুযায়ী দুই বছর পদে থাকতে হবে আইসিসি সভাপতি হতে গেলে। আর আইসিসির নিয়ম অনুযায়ী চেয়ারম্যান পদের মেয়াদ দু বছর। ২০২০ সালে গ্রেগ বেয়ারলি সেই পদে বসেছিলেন। এবারই তাঁর মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে সামনেই রয়েছে ক্রিকেট বিশ্বকাপ। ২০২৩ সালে ভারতের মাটিতে আয়োজিত হবে বিশ্বকাপ। আর সেই সময়ই বিসিসিআই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চেয়ারম্যান হিসাবে একজন ভারতীয়কেই চাইছেন। ২০১১ সালের বিশ্বকাপের সময় এই পদে ছিলেন ভারতের শরদ পাওয়ার।

বেশ কয়েকদিন ধরেই এই গুঞ্জনটা শুরু হয়েছে। বিশ্বকাপের সময় একজন ভারতীয়কে যে আইসিসির চেয়ারম্যান হিসাবে বিসিসিআই চাইছে, সেটাও শোনা গিয়েছিল সেই সময় থেকে। তবে কোন কর্তার কাঁধে সেই দায়িত্ব উঠবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। আপাতত বোর্ডের সভাপতির পদে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে সচিব পদে নির্বাচিত হয়েছিলেন জয় শাহ। এবার কী তাদের আইসিসির মঞ্চেও সর্বময় কর্তা হিসাবে দেখা যাবে। ২০১৪ সাল পর্যন্ত আইসিসির সর্বোচ্চ পদ ছিল সভাপতির। যেখানে জগমোহন ডালমিয়া এবং শরদ পাওয়ার দুই বোর্ড সভাপতিকেই একসময় দেখা গিয়েছিল। এরপর অবশ্য বেশকিছু রদবদল করেছে আইসিসি। এখন আইসিসির সর্বোচ্চ পদ হল চেয়ারম্যানে। যেই পদে ২০১৪-২০১৫ সাল পর্যন্ত দেখা গিয়েছিল এন শ্রীনিবাসনকে। এরপর ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সেই দায়িত্ব সামলিয়েছিলেন শশাঙ্ক মনোহর।

এবার সেই পদেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম শোনা যেতে শুরু করেছে। একইসঙ্গে প্রতিযোগিতায় অবশ্য রয়েছেন জয় শাহও। কিন্তু শেষপর্যন্ত কী হবে সেটাই এখন দেখার।