জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

কে বড়ো অধিনায়ক, সৌরভ না বিরাট কী বলছেন সেহওয়াগ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আইপিএলে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। এরই মধ্যে বিরাটের নেতৃত্ব নিয়ে মুখ খুললেন বীরেন্দ্র সেওয়াগ। ভারতীয় দলের নেতৃত্ব বহুদিন সামলেছেন বিরাট। আর সেই প্রসঙ্গেই কখনও কখনও সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও তাঁর তুলনা উঠে এসেছে। এমন পরিস্থিতিই নেতৃ্ত্বের বিচারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে বিরাট কোহলিকে অনেকটা পিছিয়েই রাখলেন বীরেন্দ্র সেওয়াগ। সৌরভের দল গড়ার যে ক্ষমতা ছিল, সেওয়াগের মতে বিরাটের কিন্তু একটা নতুন দল গড়ার দক্ষতা ছিল না।

মহেন্দ্র সিং ধোনির পরবর্তী ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব উঠেছিল বিরাট কোহলির হাতে। তাঁর হাত ধরেই ভারত অস্ট্রেলিয়ার মাটিতে প্রথবার টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়েছিল। কিন্তু বিরাটের নেতৃত্বে ভারতের আইসিসি ট্রফি অধরাই রয়ে গিয়েছে। বিরাট কোহলির নেতৃত্বের বেশকিছু জায়গা নিয়েই প্রশ্ন তুলেছেন বীরেন্দ্র সেওয়াগ। আর সেই সমস্ত কিছু বিচার করেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে বিরাট কোহলিকে নেতৃত্বের বিচারে পিছনেই রাখছেন তিনি। বীরেন্দ্র সেওয়াগ এই প্রসঙ্গে জানান, “সৌরভ গঙ্গোপাধ্যায় একটি নতুন দল তৈরি করেছিল। তাঁর সময় সবচেয়ে বেশী নতুন ক্রিকেটাররা দলে সুযোগ পেয়েছিল এবং ক্রিকেটারের ভাল এবং খারাপ দুই সময়েই পাশে দাঁড়িয়েছেন তিনি। কিন্তু বিরাট কোহলির সময়ে তেমন খুব একটা কিন্তু দেখা যায়নি। আমার মতে সেই এক নম্বর অধিনায়ক যিনি নিজে একটা দল গড়েন এবং সবসময় ক্রিকেটারদের পাশে দাঁড়ান। বিরাট কোহলি কখনোও কারোর পাশে দাঁড়িয়েছেন আবার কখনও দাঁড়াননি”।