জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

দৌঁড়াছিস না কেন! মাঠেই চাহালকে ধমক রোহিতের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

অনেকে তার ক্যাপ্টেন্সির সঙ্গে মহেন্দ্র সিং ধোনির মিল পান। মাহি যেমন ঠান্ডা মাথায় মাঠে জুনিয়রদের সামলাতেন, আবার কিছু বাড়াবাড়ি করলে জুনিয়রদের ধমকও দিতেন। ভারতের সাদা বলের ক্রিকেটে পাকাপাকিভাবে অধিনায়ক হয়ে নিজের দ্বিতীয় সিরিজে সেই একই জিনিস দেখা গেলো রোহিত শর্মার থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালকে। ওয়াশিংটন সুন্দর বল করার সময় চাহালের হাঁটাচলা স্লো মনে হয় রোহিতের। রোহিত তখন বলেন, “কী হয়েছে তোর? দৌড়চ্ছিস না কেন! যা, ও দিকে যা।” স্টাম্প মাইকে সেই কথোপকথন ধরা পড়ে। ম্যাচের পর রোহিতের প্রতিক্রিয়াও ভাইরাল হয়ে যায়। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ ইডেনে দর্শক অনুমতি চেয়ে বোর্ডকে চিঠি সিএ‌বি’র

এই ম্যাচে চাহাল দশ ওভার বল করে ৪৫ রান দিয়ে তুলে নেন এক উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে একাই ম্যাচের রং বদলে দেন চাহাল। চাহাল ১০ ওভারে ৪৯ রান দিয়ে তুলে নিয়েছিলেন ৪ উইকেট। চাহাল হন ম্যাচের সেরাও। ম্যাচের পর বিসিসিআই টিভির জন্য চাহালের সাক্ষাৎকার নিয়েছিলেন রোহিত। চাহাল জানিয়ে ছিলেন যে, রোহিতের জন্যই তিনি সফল হয়েছেন। কারণ রোহিতই তাঁকে বুঝিয়েছেন যে, বারবার গুগলির প্রয়োগ করতে। যা চাহাল করা বন্ধ করে দিয়েছিলেন। গুগলি ফেরাতেই উইকেটের দেখা পেলেন তিনি। বিরাট কোহলির প্ৰিয় ক্রিকেটার হিসেবে চাহাল পরিচিত। এছাড়া তিন বছর পরে ভারতীয় দলে ফিরে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে রেকর্ড গড়েন এই স্পিনার। দ্বিতীয় দ্রুততম ভারতীয় স্পিনার হিসাবে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন চাহাল।ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডেতে মাত্র ২৩৭ রানের পুঁজি নিয়েও ভারতীয় বোলারদের দুরন্ত বোলিংয়ে ৪৪ রানে ম্যাচ ও সিরিজ জিতে নেয় টিম ইন্ডিয়া। প্রথম ওয়ান ডেতে যেখানে স্পিনাররা দাপট দেখিয়েছিল, সেখানে দ্বিতীয় ওয়ানডেতে চলে পেসারদের রাজ। প্রসঙ্গত, এই ম্যাচে দুই দলের মোট ১২ জন বোলার অন্তত একটি করে উইকেট পেয়েছেন, যা ওয়ান ডে ক্রিকেটে এর আগে আর কখনও হয়নি। এই নিয়ে ২০০৭ সাল থেকে নাগাড়ে ১১টি দ্বিপাক্ষিক সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারতীয় দল। সিরিজ ইতিমধ্যে জেতা হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। আগামীকাল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে নামবে টিম রোহিত।