জুলাই 5, 2024
Latest:
জেলা

আবাস যোজনাই নাম নেই কেন- প্রশ্ন করতেই বুকে ঘুষি, অভিযুক্ত পঞ্চায়েত প্রধান

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

এবার আবাস যোজনার তালিকায় নাম বাদ দেওয়ার কারণ জানতে গিয়ে নন্দীগ্রামে আক্রান্ত হলেন এক তৃণমূল কর্মী।

অভিযোগ, এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধানের অনুগামীরাই সামসাবাদ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিরুল খানকে মারধর করেছেন। গুরুতর আহত অবস্থায় তিনি নন্দীগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর নন্দীগ্রাম থানায় অভিযোগ জানিয়েছেন তিনি।
অভিযোগ, আমিরুলের ভাইয়ের স্ত্রী সাজিনা খাতুনের নাম ছিল আবাস যোজনার তালিকায়। কিন্তু সার্ভের পর তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়। কারণ জানতে সোমবার পঞ্চায়েত অফিসে গিয়েছিল আমিরুল। কেন নাম বাদ দেওয়া হয়েছে প্রশ্ন করতেই প্রধান তার লোকজন নিয়ে তার ওপর হামলা চালায় বলে অমিরুলের অভিযোগ।

আক্রান্তের ভাই আহেশান খান বলেন, ” আমার স্ত্রী’র নাম আবাস যোজনার তালিকায় কেন নেই প্রশ্ন করতে একজন আমার ভাইয়ের বুকে জোরে ঘুষি মারে। বুকে খুব আঘাত পেয়েছে ও। ওর চিকিৎসা চলছে।”