অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
আগামী ২৮ জুলাই শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস। আর ভারতীয় হকি দলকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে। গতবারের টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় দল। তবে কমনওয়েলথ গেমসে ভারতের টার্গেট সোনা, জানালেন দলের ডিফেন্ডার সুরিন্দর কুমার। এদিন তিনি জানালেন,”আমাদের লক্ষ্য সোনা জেতা কমনওয়েলথ থেকে। সবকিছুই আমাদের পারফরমেন্সের উপর নির্ভর করবে। আমাদের দলের সুবিধা, ইদানিং আমরা সেরা দলে দের বিরুদ্ধে খেলেছি। টোকিও অলিম্পিক থেকে ব্যাপার টা চলে আসছে। আমরা আমাদের পরিকল্পনা বাস্তবে রূপ দিতে চেষ্টা করব। তাহলেই আমরা সফল হব এই বিশ্বাস রাখি।” এরপরে তিনি জানান,” আমরা কোনো ম্যাচ হালকা ভাবে নিচ্ছি না। কারণ প্রত্যেক দলই টুর্নামেন্টে সোনা জয়ের টার্গেট নিয়ে আসছে। আমরা ধাপে ধাপে এগোতে চাই। এখন ফোকাস। ঘানার বিরুদ্ধে প্রথম ম্যাচ। আমরা ওদের খেলার ভিডিও দেখছি। সেই হিসেবে আমাদের কোচেরা পরিকল্পনা সাজাচ্ছে। টুর্নামেন্টে কোনো সহজ প্রতিপক্ষ নেই।”
৪১ বছর পরে অলিম্পিকে পদক পেয়েছে ভারতীয় পুরুষ হকি দল। ২৮ জুলাই বার্মিংহামে শুরু এ বারের কমনওয়েলথ গেমস। বিশ্বের একাধিক বড় বড় টুর্নামেন্টে হকিতে সোনা জিতেছে ভারতীয় পুরুষ হকি দল তবে। আজ অবধি এখনও কমনওয়েলথে সোনা জিততে পারেনি। বরাবরের মত কমনওয়েলথ গেমসে হকিতে অস্ট্রেলিয়ার দাপট বজায় রয়েছে। কমনওয়েলথে মোট ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। সেখানে অতীতে টিম ইন্ডিয়া ২ বার রানার্স হয়েছিল। এবং ২ বার চতুর্থ স্থানে শেষ করেছিল ভারত। ২৪ বছর ধরে কমনওয়েলথ সোনার স্বপ্নভঙ্গ হয় ভারতের । ২০১০ ও ২০১৪ সালে ভারত সোনার অনেক কাছে গিয়েও ভারত সোনা জিততে পারেনি । ২০১০ সালে রুপো পাওয়ার পর গ্লাসকোতে ২০১৪ সালেও পায় ভারত । এ ছাড়া ইংল্যান্ডের কাছে ১৯৯৮ ও ২০১৮ সালে হেরে ভারত চতুর্থ স্থানে শেষ করেছিল।
তবে ভারতের মেয়েরা ২০০২ সালের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিল ভারত। এ ছাড়া ২০০৬ সালে রুপো জেতে । আর ১৯৯৮ ও ২০১৮ সালে চতুর্থ স্থানে শেষ করেছিল। তবে এবার ভারতের পুরুষ মহিলা দুই দলই ফিটনেস আর ফর্মের দিক থেকে অনেক এগিয়ে।