জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

হাতির হামলায় জখম মহিলা

এনএফবি, ঝাড়গ্রামঃ

ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত। কয়েকদিন আগে হাতির হামলায় ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের জামমনি গ্রাম পঞ্চায়েতের বড়ঘোঙ এলাকায় পরেশ মাহাতো নামে এক ব্যক্তি মারা গিয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের জামবনি গ্রাম পঞ্চায়েতের কুমরি গ্রামে রবিবার বিকালে হাতির হামলায় গুরুতর আহত হলেন এক মহিলা। আহত মহিলার নাম শিবানী মাহাতো, তাঁর বয়স ৪৮ বছর। স্থানীয় বাসিন্দারা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো জামবনি ব্লকের জামবনি গ্রাম পঞ্চায়েত এলাকায় হাতির হামলার আশঙ্কায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। যেভাবে ওই এলাকার লোকালয়ে ঢুকে হাতির দল তাণ্ডব শুরু করেছে তাতে ওই এলাকা জুড়ে হাতির হামলার আতঙ্ক বাড়ছে। যার ফলে সন্ধ্যের পর ওই এলাকার বাসিন্দারা কার্যত গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। এছাড়াও ঝাড়্গ্রাম জেলার মানিকপাড়া এলাকায় দশটি হাতি রবিবার সকাল থেকে তাণ্ডব শুরু করেছে । বন বিভাগের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে হাতির দলকে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেছে। এছাড়াও ঝাড়গ্রাম জেলার লালগড়,বিনপুর,নয়াগ্রাম ও সাঁকরাইল ব্লক জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। যার ফলে ঝাড়গ্রাম জেলার জঙ্গল লাগোয়া গ্রামগুলির বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন।