জুলাই 8, 2024
Latest:
জেলাফিচার

সাতসকালে হাতির হানায় মহিলার মৃত্যু

এনএফবি, ঝাড়গ্রামঃ
সাতসকালে প্রাতঃকৃত্যে বেরিয়ে হাতির হানায় মর্মান্তিকভাবে মৃত্যু এক প্রৌঢ় মহিলার। ঘটনাটি ঘটছে নয়াগ্ৰামের বড়খাকড়ি অঞ্চলের রামচন্দ্রপুর গ্রামের। মৃত মহিলার নাম ইচ্ছামতী বেরা(৬৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি দিনের মত ইছামতী দেবী রবিবার সকালে বাড়ি লাগোয়া জমিতে প্রাতঃকৃত্য সারতে গিয়েছিলেন। সেই সময় জঙ্গলের হাতির মুখোমুখি পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে প্রৌঢ়াকে আছাড় দেয় হাতিটি। যাতে তাঁর মৃত্যু হয়।

ঘটনাস্থল। নিজস্ব চিত্র

গ্রামের একজন দরিদ্র পরিবারের মহিলা হাতির হানায় মারা যাওয়ায় রামচন্দ্রপুর এলাকায় যেমন শোকের ছায়া নেমে এসেছে, সেরকম দিনের পর দিন হাতির হানা হওয়ায় এলাকার মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। পাশাপাশি নয়াগ্ৰামের বনাঞ্চলে নিয়মিত হাতি অবস্থান করা সত্ত্বেও বন দফতরের উদাসীন বলে অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ৩০ থেকে ৪০ টি হাতি নিয়মিত এলাকায় বসবাস করছে। রাত বিরেতে এলাকার মানুষের ফসল নষ্ট থেকে শুরু করে ভাঙ্গছে ঘরবাড়ি। মাঝে মধ্যে হাতির হানায় প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের, কিন্তু হাতি তাড়াতে কিংবা হাতি গাইড করতে বন দফতরের কোন রকম সদর্থক পদক্ষেপ নেই।

মহিলার মৃত্যুতে পরিবারের সদস্যদের পাশে থেকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি করেছেন এলাকার পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে স্থানীয় মানুষজন। বন দফতর সুত্রে জানা গেছে নয়াগ্ৰামের তপোবন এলাকায় বসবাসকারী একটি হাতির দলকে গতকাল অর্থাৎ শনিবার তাড়াবার চেষ্টা করা হলেও কোনক্রমে আবার ফিরে এসেছে হাতিগুলো। যার কারণে এই ঘটনা।