জুলাই 1, 2024
Latest:
জেলা

বকেয়া টাকা, থমকে যাওয়ার পথে নারী-শিশু উন্নয়ন সংস্থা

এনএফবি, জলপাইগুড়িঃ

পাঁচ মাস থেকে বকেয়া বিল, আর তার ফলে নারী ও শিশু উন্নয়ন থমকে যাওয়ার পথে।

বুধবার জলপাইগুড়ির ৯৫ টি আইসিডিএস সেন্টারের কর্মীরা জলপাইগুড়িস্থিত কার্যালয়ে বিক্ষোভ আন্দোলনে শামিল হন ৷ বিভিন্ন দাবির পাশাপাশি প্রতি মাসে সেন্টারের যে খরচ তা মিটিয়ে দেবার দাবি জানানো হয় ৷

এই প্রসঙ্গে এক কর্মী জানান, প্রায় পাঁচ মাস থেকে বিল পাওয়া যাচ্ছে না, সেন্টার গুলোতে যে খাবার শিশুদের দেওয়া হয় তা বাজার থেকে কেনা দুস্কর হয়ে পড়েছে ৷ এমন চলতে থাকলে আমাদের সামনে সেন্টার বন্ধ করে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নাই।

সুজাতা দাস, অঙ্গনওয়ারী কর্মী ৷ নিজস্ব চিত্র