জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আসন্ন মহিলা টি-২০ এশিয়া কাপ ২০২২-এর জন্য হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন ভারতীয় স্কোয়াড ঘোষণা করল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া(BCCI)। বাংলাদেশে আয়োজিত এই টুর্নামেন্টের জন্য সাম্প্রতিক ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। এই সংস্করণের এশিয়া কাপে মোট ৭টি দেশ লড়াই করবে।

অল-ইন্ডিয়া উইমেনস সিলেকশন কমিটি আসন্ন এসিসি মহিলাদের টি-২০ চ্যাম্পিয়নশিপ ২০২২-এর জন্য ১৫ সদস্যের একটি প্রধান স্কোয়াড ঘোষণা করেছে। টুর্নামেন্টটি ১ থেকে ১৫ অক্টোবর বাংলাদেশের সিলেটে অনুষ্ঠিত হবে। মূল স্কোয়াডের পাশাপাশি ভারত স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসাবে দুইজন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে। ১৭ সদস্যের দলটি চলমান ইংল্যান্ড ওডিআই সিরিজের পরে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে। গত সপ্তাহে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-২ ব্যবধানে হেরেছে। বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, ‘‘এসিসির মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য নির্বাচকরা দল বেছে নিয়েছেন। বাংলাদেশের সিলেটে ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত হবে প্রতিযোগিতা।’’

ভারতের স্কোয়াডঃ

হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), দীপ্তি শর্মা, শাফালি ভার্মা, জেমাইমা রড্রিগস, সাব্বিনেনি মেঘনা, রিচা ঘোষ (উইকেটকিপার), স্নেহ রানা, দায়ালান হেমলথা, মেঘনা সিং, রেণুকা দিং ঠাকুর, পূজা ভাস্ত্রাকার, রাজেশ্বরী গায়কওয়াড়, রাধা যাদব, কিরণ প্রভু নাভগিরে।

স্ট্যান্ডবাই খেলোয়াড়: তানিয়া স্বপ্না ভাটিয়া, সিমরান দিল বাহাদুর।