জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

যুবভারতীতে দেওয়া হয়নি মেয়েদের বিশ্বকাপ, ক্ষোভ অরূপের

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

ভারতীয় ফুটবলে বিরাটা ধাক্কা। ফুটবল প্রেমী দিবসের সাত সকালে এমন দুঃসংবাদ পেতে হবে ভাবা যায়নি। ভারতীয় ফুটবল নির্বাসিত। ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপের’ কারণে শাস্তির কথা ঘোষণা করেছে ফিফা। এই শাস্তির কারণে ঘোর সঙ্কটে ভারতীয় ফুটবল। অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ ফুটবল আয়োজন প্রবল অনিশ্চয়তার মধ্যে পড়ল ভারত। আগামী ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ভারতে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল হওয়ার কথা। তার মধ্যে পরিস্থিতি না বদলালে এই প্রতিযোগিতা ভারত থেকে সরিয়ে নেওয়া হবে।
তৃতীয় পক্ষের হস্তক্ষেপ, ফিফার ভাবমূর্তির বড় রকমের নিয়মভঙ্গ। যতক্ষণ না সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি সমস্ত নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছে, এই নির্বাসন বহাল থাকবে। ফলে ভারত কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না। এদিন খেলা হবে দিবসে রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস ক্ষোভ উগড়ে দিলেন ফেডারেশন কর্তাদের দিকে। এদিন নেতাজি ইনডোরে খেলা হবে দিবসে অরূপ বিশ্বাস জানালেন, ” ফিফা ২০১৭ সালে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপে ভারতবর্ষর সেরা মাঠের তকমা দেয় কলকাতার বিবেকানন্দ যুবভারতীকে। কিন্তু আশ্চর্যজনক ভাবে এই বছর যে মহিলাদের অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ ভারতে হওয়ার কথা ছিল সেখানের ভেন্যুর তালিকা থেকে আমরা বাদ পড়ে যাই, এটা কেন হলো কী কারণে হল সেই কারণ সকলের জানা।” এরপর অরূপ জানালেন,” এখনও অবধি যা খবর নির্বাসন না উঠলে অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ ভারতে হবে না। মোহনবাগান ক্লাব দীর্ঘদিন লড়াই করে এই জায়গায় এসেছে তারা এএফসি সেমিফাইনাল খেলতে পারবে না। যারা বিদেশী প্লেয়ার সই করায়নি তারাও করাতে পারবে না আর সই। তাই অনেক প্রতিবন্ধকতা ভারতীয় ফুটবলের উপর পড়ল। আমার বিশ্বাস একটা রাস্তা বেরোবে। যত তাড়াতাড়ি নির্বাসন ওঠে ক্লাব ও খেলোয়াড়রা উপকৃত হয় সেটাই চাইবো।”এদিন খেলা হবে দিবসে কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অচিন্ত্য শিউলিকে সংবর্ধনা ও পাঁচ লাখ টাকা দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে।