জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের উন্নতিকল্পে অশিক্ষক কর্মীদের কর্মশালা

এনএফবি, জলপাইগুড়িঃ

জলপাইগুড়ির সামগ্রিক শিক্ষা মিশনের দপ্তরের বিদ্যাসাগর সভাঘরে বুধবার বিভিন্ন স্কুল থেকে আগত অশিক্ষক কর্মীদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। যেখানে শিক্ষালয়ে আসা বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীদের কিভাবে শিক্ষার পাশাপাশি বিশেষ পরিচর্চা করতে হবে সেই বিষয় গুলো শেখানো হয় তারাই সঙ্গে বিস্তারিত ভাবে বোঝানো হয়।

এ প্রসঙ্গে এই বিশেষ ওরিয়েন্টেশন ক্যাম্পে আসা বিপ্রদাস দে জানান, “এই বিশেষ কর্মশালা থেকে আমরা অনেক নতুন কিছু শেখার সঙ্গে আরও একটি বিষয়ে জানতে পারলাম। আগে আমরা আট ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন দের সম্পর্কে জানতাম ,আজ জানলাম একুশ ধরণের বিষয় আছে এই ক্ষেত্রে।”

অপরদিকে প্রকল্প আধিকারিক জয়ন্ত রায় জানান, “এই কর্মশালায় এসে অনেক কিছু শিখতে জানতে পারলেন অশিক্ষক কর্মীরা, যা আগামীতে নিজ নিজ স্কুলের ছাত্র ছাত্রীদের পক্ষে অনেক কাজে লাগবে।”