জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

কেউ তিন বছর সেঞ্চুরি না করলে দলে থাকত না :গম্ভীর

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

বিরাট কোহলির এই ব্রিলিয়ান্ট ইনিংসের প্রশংসা করতে গিয়েও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরের গলায় শুনতে পাওয়া গেল কটাক্ষের সুর। ২২ গজের লড়াই থেকে অবসর গ্রহণ করার পরে বর্তমানে তিনি ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। তাঁর কথায়, বিরাট কোহলি ছাড়া অন্য কেউ যদি এতদিন ধরে শতরান না করত, তাহলে সে আর টিম ইন্ডিয়ায় টিকতে পারত না। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ৩ বছর কোনও শতরান করতে পারেননি বিরাট কোহলি। পাশাপাশি টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ওপেনার আরও যোগ করেছেন, এই শতরান করার করে আরও একবার টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জন করে ফেললেন বিরাট কোহলি।সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘আমার মনে হয় না অন্য কোনও তরুণ ক্রিকেটার যদি আন্তর্জাতিক মঞ্চে তিন বছর কোনও সেঞ্চুরি না করতে পারত, তাহলে সে এই দলে টিকতে পারত। একমাত্র বিরাট বলেই সেটা পেরেছে। অবশেষে সেই শতরানটা এসেছে। আর এসেছেও একেবারে সঠিক সময়ে। তবে সত্যি কথা বলতে কী, অন্য কেউ হলে এতদিন টিকতে পারত না।’