তিস্তা এবং জলঢাকা নদী তীরবর্তী অঞ্চলে হলুদ সতর্কতা জারি

এনএফবি,জলপাইগুড়িঃ

শ্রাবণের বৃষ্টিতে তিস্তা এবং জলঢাকা নদী সংলগ্ন অসুরক্ষিত এলাকায় জারি হল হলুদ সতর্কতা ।

শ্রাবণ মাস চলছে, মাঝে মধ্যে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের তাপমাত্রা ওঠা নামা করার পাশাপাশি প্রায় প্রতিদিনই হচ্ছে বৃষ্টি ৷ গত ২৪ ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ ২২.২০ মিলিমিটার। তবে শুধুই যে সমতলে তাই নয়, পাহাড়েও হচ্ছে বৃষ্টিপাত।
আর এর ফলেই জলপাইগুড়ি জেলার বিভিন্ন পাহাড়ি নদী গুলোর জলস্তর বাড়ছে।
জলপাইগুড়িস্থিত উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ অফিস সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, শুক্রবার সকালে জলপাইগুড়ির তিস্তা এবং জলঢাকা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নদী সংলগ্ন অসুরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা ।