জুলাই 5, 2024
Latest:
জেলা

যোগা – আইনি সচেতনা শিবিরের উদ্বোধন ঝাড়গ্রাম সংশোধনাগারে

এনএফবি,ঝাড়গ্রামঃ

শনিবার ঝাড়গ্রাম সংশোধনাগারে বন্দীদের জন্য বিশেষ যোগা ও আইনি সচেতনা শিবিরের উদ্বোধন করলেন রাজ্যের কারা দপ্তরের এডিজি (পশ্চিমাঞ্চল) সুদীপ্ত চক্রবর্তী। ঝাড়গ্রাম ডিস্ট্রিক লিগ্যাল অথরিটির পক্ষ থেকে সংশোধনাগারে থাকা বন্দীদের আইন সম্পর্কে সচেতন করা হয়। এর পাশাপাশি তাদের শরীর ও মন চাঙ্গা রাখতে যোগা শেখানো হয় এবং মেডিকেল চেকআপ করা হয়। জানা গিয়েছে, প্রায় এক মাস ধরে এই কর্মসূচি চলবে। সংশোধনাগারের প্রতিটি বন্দীকে একমাস ধরে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কর্মসূচীর মাধ্যমে এমন কিছু আইন রয়েছে যে গুলি সম্পর্কে তারা সচেতন হবেন। সংশোধনাগারে বন্দী থাকার কারণে শরীর ও মন যাতে বিকল না হয়ে যায় তাকে সতেজ রাখার জন্য যোগার প্রশিক্ষণ দেয়া হবে বন্দীদের। এদিন বিকেলে সংশোধনাগারে কারা দপ্তরের এডিজি সুদীপ্ত চক্রবর্তীর সঙ্গে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিচারক সুনিল কুমার শর্মা, ঝাড়গ্রাম জেলা আদালতের জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট স্বরজিৎ রায়। কারা দপ্তরের এডিজি সুদীপ্ত চক্রবর্তী বলেন,” রাজ্যের সংশোধনাগার গুলিতে এক মাস ধরে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এক মাস ব্যাপী তিনটি শিবিরে এই কর্মসূচি চলবে। একটি হল লিগালাইস ক্যাম্প, মেডিকেল হেলথ চেকআপ ক্যাম্প ও যোগা ক্যাম্প। এই তিনটের মধ্যে একটা সুনিবিড় সম্পর্ক আছে, প্রথমত শরীর ঠিক রাখতে হবে। শরীর ঠিক থাকলে লিগালাইস দিকটি ঠিক থাকবে। আর তাই ঝাড়গ্রাম সংশোধনাগারে এই বিশেষ শিবিরের আজ উদ্বোধন হলো।”