জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

তুমি সবসময় আমার ক্যাপ্টেন, বিরাটের উদ্দেশ্য বললেন সিরাজ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর হোক বা ভারতীয় দল, বিরাট কোহলির নেতৃত্বে চুটিয়ে খেলেছেন ভারতের তরুণ পেস বোলার মহম্মদ সিরাজ। আর সেকারণে বিরাটের টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার পরে কিছুটা হলেও অবাক একই সঙ্গে আবেগপ্রবণ হয়ে পড়লেন সিরাজ। নিজের সোশ্যাল মিডিয়াতে কোহলির সঙ্গে নিজের ছবি দিয়ে এই পেস বোলার লেখেন,“আমার সুপার হিরো, যে সমর্থন এবং সাহস আমি তোমার থেকে পেয়েছি, সেটার জন্য কৃতজ্ঞতা স্বীকারও কম হবে। তুমি সব সময়ে আমার কাছে অসাধারণ একজন বড়ভাই হিসেবেই ছিলে। আমার উপর বিশ্বাস এবং ভরসা রাখার জন্য ধন্যবাদ। আমার সবচেয়ে খারাপ সময়ে পাশে থাকা। তুমি সব সময়ে আমার ক্যাপ্টেন থাকবে কিং কোহলি।” ২৭ বছর বয়সের সিরাজের আইপিএল ছাড়াও ভারতের হয়ে টি২০ আর ওয়ান ডে অভিষেক হয় কোহলির ক্যাপ্টেন্সি তে। বিরাটের ক্যাপ্টেন্সি তে ৮ টেস্ট খেলে ২৩ উইকেট পান এই বোলার । গত বছর নিজের মেয়ে হওয়ার কারণে বিরাট দেশে ফিরে যান, সেই সময়ও বল হাতে ভালোই পারফরমেন্স করেন সিরাজ। তার বোলিং, অস্ট্রেলিয়া থেকে ভারতকে জিতে ফিরতে সাহায্য করে।

আরও পড়ুন নিলামের আগেই গোয়েঙ্কাদের ঘরে ঢুকলো রাহুল

পরিসংখ্যানগত দিকে বিরাট ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা টেস্ট অধিনায়ক। ৬৮টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়ে ৪০টি ম্যাচে জয় (ঘরের মাঠে ২৪টি ও বাইরের মাঠে ১৬টি) এনে দিয়েছেন। ১১টি টেস্ট তাঁর নেতৃত্বে ড্র করেছে ভারত। এবং ১৭টি ম্যাচ হেরেছে ভারত। অধিনায়ক হিসেবে টেস্ট ম্যাচ জয়ের নিরিখে বিরাটের থেকে অনেক পিছনে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে মহেন্দ্র সিং ধোনি (২৭টি জয়) এবং সৌরভ গঙ্গোপাধ্যায় (২১টি জয়)। তবে শুধু ভারতীয় হিসেবে নয়, বরং টেস্ট ইতিহাসে গোটা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক বিরাটই। একমাত্র রিকি পন্টিং (৪৮) ও গ্রেম স্মিথই (৫৩) অধিনায়ক বিরাটের থেকে অধিক টেস্ট ম্যাচ জিতেছেন। প্রসঙ্গত, কোহলিই প্রথম এশিয়ান অধিনায়ক, যিনি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছেন।যদিও কোনো আইসিসি ট্রফি ক্যাপ্টেন বিরাট না জিততে পারায় সমালোচনা সহ্য করতে হয়েছে বিরাটকে। দুই বছর ধরে বিরাট কোহলির ব্যাটে শতরান নেই কোনো ধরনের ক্রিকেটে অনেকে বলছেন ভারতের ক্যাপ্টেন্সি ছাড়ায় এবারে কোহলি চাপ মুক্ত হয়ে খেলতে পারবেন মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।