ইস্টবেঙ্গলের নতুন কোচ কে হবেন জানেন!

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

চুক্তিপত্রে যখন তখন সই হয়ে যাবে তার আগে দলগঠনের ব্লু প্রিন্ট সেরে নিচ্ছে ইস্টবেঙ্গল। প্রথম ভাবনা অবশ্যই কোচ। শোনা যাচ্ছে গত দুই বছরের অচেনা কোচ এনে ভরাডুবি হয়েছে ক্লাবের। সেই কারণে ভারতীয় মাটিতে কোচিং করানো কোনও বিদেশী অভিজ্ঞ কোচকেই আগামী মরশুমে দলের দায়িত্ব তুলে দিতে চাওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে আলবার্ট রোকা, ইনিগো ক্যালডেরোন ও জেরার্ড নুস এগিয়ে রয়েছেন ইস্টবেঙ্গলের নতুন কোচ হওয়ার জন্য। তবে আন্তোনিও হাবাসকে পছন্দ করা হলেও তাঁর আর্থিক চাহিদা অনেকটাই বেশি। শ্রী সিমেন্টের অধীনে গত দুই মরশুমে ভারতে অনভিজ্ঞ কোচকে আনায় পারফরম্যান্স খারাপ হয়েছে ইস্টবেঙ্গলের। এই পরিস্থিতিতে ভারতে কোচিং করানো কাউকে এনে সাফল্যের কাছে যেতে চাইছে ইমামি ও ইস্টবেঙ্গল। কোচের পছন্দ অনুযায়ীই বিদেশী নির্বাচন করা হবে, এমনটাই জানা যাচ্ছে।
তবে কলকাতা লিগ ও ডুরান্ডের জন্য দুই বাঙালি কোচের নাম শোনা গিয়েছিল। প্রথমজন হলেন বাগানের কলকাতা লিগ জয়ী শংকরলাল চক্রবর্তী এবং দ্বিতীয়জন হলেন বাংলার সন্তোষ ট্রফি রানার্স কোচ রঞ্জন ভট্টাচার্য। দুজনের সঙ্গে ইস্টবেঙ্গল কর্তারা প্রাথমিকভাবে কথা বলেছেন। জানা গিয়েছে, আইএসএলে-এ ইস্টবেঙ্গলের দায়িত্ব সামলাবেন কোনও এক বিদেশী কোচ এবং কলকাতা লিগ ও ডুরান্ডের এই দুজনের মধ্যে যিনি দায়িত্ব নেবেন তাঁকে জুড়ে দেওয়া হবে আইএসএল-এ সহকারী কোচ হিসেবে। সূত্রের খবর, রঞ্জন ভট্টাচার্য সহকারী হতে নারাজ। সেই ক্ষেত্রে বেশ কিছুটা হলেও এগিয়ে রয়েছেন কলকাতা লিগ জয়ী ।
দল গঠনের কাজ শুরু না হওয়ায় উদ্বিগ্ন লাল-হলুদ কর্তারা চিঠি লিখেছেন বিনিয়োগকারী সংস্থাকে। সেই চিঠির উত্তর দিয়েছে ইমামি গোষ্ঠী। তাতেই ক্লাব কর্তাদের সঙ্গে দ্রুত বৈঠকে বসার কথা জানানো হয়েছে।
ইমামি কর্তারা জানিয়েছেন, ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে তাঁরা অতীতেও যুক্ত ছিলেন। কলকাতার ফুটবল আবেগ তাঁদের অজানা নয়। লাল-হলুদ সদস্য, সমর্থকদের ফুটবল প্রেমের কথাও তাঁরা জানেন। সে সব কিছুকে গুরুত্ব দিয়েই আইএসএলের জন্য শক্তিশালী দল তৈরি করা হবে। ক্লাবের সঙ্গে চুক্তিও হবে দ্রুত। আশঙ্কার কোনও কারণ নেই।
ফুটবলের স্বার্থেই ইমামি গোষ্ঠী আবার ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছে। সেই স্বার্থকে গুরুত্ব দিয়েই কাজ করবেন তাঁরা। আইএসএলে ভাল ফল করার মতো দল তৈরি করার ব্যাপারে ক্লাব কর্তাদের আশ্বস্ত করেছেন ইমামি কর্তারা।