এনএফবি, নিউজ ডেস্কঃ
এবার থেকে গ্যাঁটের কড়ি খসিয়ে টুইটার ব্যবহার করতে হবে। টুইট করতেও দিতে হবে টাকা। জানিয়েছেন টুইটারের নয়া মালিক এলন মাস্ক। তবে সাধারণ ব্যবহারকারীদের টুইট করতে কোনও মূল্য গুনতে হবে না। শুধুমাত্র বাণিজ্যিক, সরকার ও সরকার অধিগৃহীত সংস্থার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।
Twitter will always be free for casual users, but maybe a slight cost for commercial/government users
— Elon Musk (@elonmusk) May 3, 2022