এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার খিদিরপুর এলাকায় ৷ পুলিশ সূত্রে জানা যায় ওই মৃত যুবকের নাম মিহির কুমার কালী, বয়স আনুমানিক ২৭ ২৮ বছর, বাড়ি ভগবানপুর থানার কিরাইপুর এলাকায় ৷
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল নাগাদ ময়না থানার খিদিরপুর এলাকার এক ইটভাটার পাশে গাছে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসীরা ৷ সাথে সাথেই খবর দেওয়া হয় ময়না থানার পুলিশকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ময়না থানার পুলিশ গিয়ে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি তদন্ত প্রক্রিয়া শুরু করে, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
আরও পড়ুনঃ হলদিয়ায় গৃহবধূ খুনে ধৃত অভিযুক্ত যুবক